আন্তজেলা গণপরিবহন
আবারও লকডাউনের মেয়াদ বাড়ল
করোনার বিস্তাররোধে সরকার আবারও চলমান লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের সময় বাড়ানোর পাশাপাশি, বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার ভেতরে গণপরিবহন সেবা চালু করার অনুমতি দেয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সাপ্তাহিক মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সভায় যোগ দেন।
সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, লকডাউনের মেয়াদ বাড়ানো হলো এবং সেই সাথে শুধুমাত্র জেলার ভিতরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হলো। অর্থাৎ দূরপাল্লার বাস চলবে না।
আরও পড়ুন: সরকার গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে: কাদের
এসময় তিনি বলেন, প্রত্যেক এলাকার স্থানীয় প্রশাসন বিপণিবিতানগুলোতে অভিযান পরিচালনা করবে। যদি কোথাও স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে দেখা যায়, তাহলে সেসকল বিপণিবিতান ও দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে।
আরও পড়ুন: লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি পরিবহন মালিক সমিতির
এর আগে গত ২৮ এপ্রিল ছয়দিনের নতুন লকডাউন ঘোষণা করে সরকার। ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
আরও পড়ুন: লকডাউনে খাদ্যসামগ্রী পেল কর্মহীন ১২০০ পরিবহন শ্রমিক
এর আগে ১৪ এপ্রিল প্রথম দফায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়। পরে সেই লকডাউনের সময়সীমা বাড়ানো হয়।
৩ বছর আগে