ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ
সিলেট-তামাবিল সড়কে আবারও ট্রাক চাপায় নিহত ৩
ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহতের ২০ ঘণ্টা অতিবাহিত হতে না হতে সিলেট-তামাবিল সড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে আরও ৩ জনের প্রাণ। আহত হয়েছেন আরও ২ জন।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে। ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে ঢুকে পড়লে প্রাণহাণির এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে রডবোঝাই ট্রাক চাপায় ৩ জনের মৃত্যু
দুর্ঘটনায় নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার নয়াগ্রাম পশ্চিম এলাকার সিফাতুর রহমানের ছেলে আশিক আহমদ (৩৫), একই গ্রামের মৌলভী সহরউল্লার ছেলে মিনহাজ উদ্দিন সুলতান (২৮) ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার মছনুর রহমানের ছেলে সুহেল আহমদ (৩০)।
পুলিশ জানায়, একটি ইট বোঝাই ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে গ্যারেজের মেকানিকসহ সেখানে বসা অপর দুইজনসহ মোট তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুজন আহত হন। এদের মধ্যে আহত রুবেল ও সুমন নামে দুজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে রুবেলকে ছেড়ে দেয়া হয় এবং সুমন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
জৈন্তাপুর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলনায় ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত
এর আগে রবিবার সকাল সাড়ে ৬টায় সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার পাখিবিল এলাকায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক ও একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জন নিহত হন।
৩ বছর আগে