বোট মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা
পদ্মায় স্পিডবোট ডুবি: বোট মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সোমবার পদ্মা নদীতে স্পিডবোট ডুবিতে ২৬ জন নিহতের ঘটনায় স্পিডবোটের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, নৌপুলিশের এসআই লোকমান সোমবার রাতে মামলাটি দায়ের করেন।
অভিযুক্তদের মধ্যে চালক শাহ আলম, মালিক চান্দু মোল্লা এবং রেজাউল খান রয়েছেন।
এর আগে সোমবার সকালে পদ্মায় স্পিডবোট ডুবির ঘটনায় ২৬ জনের লাশ উদ্ধার করা হয়।
শিমুলিয়া ফেরি ঘাট থেকে বাংলাবাজারমুখী স্পিডবোটটি একটি বালুবাহী বাল্কহেডের সাথে সংঘর্ষে ডুবে যায়। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যায় শিবচর এবং জাজিরা ফায়ার স্টেশনের কর্মীরা। স্থানীয় পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় তারা ২৬ জনের মরদেহ উদ্ধার করেন।
ঘটনা তদন্তে সোমবার ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভির কর্মকর্তা মোহাম্মদ রায়হান জানান, ঘটনার পর স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন: পদ্মায় স্পিডবোট ডুবে নিহত ২৬
৩ বছর আগে