দিলীপ ঘোষ
ভারত: পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিসংতায় নিহত ১২
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ১২ জন নিহতের ঘটনায় রাজ্যের প্রশাসনের কাছে প্রতিবেদন চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার কলকাতা পুলিশের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, গত দুদিনে পশ্চিমবঙ্গে ১২ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থকরা রয়েছেন।
সূত্র জানায়, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মূখ্য সচিবের কাছে এ ব্যাপারে একটি প্রতিবেদন চাওয়া হয়েছে।
আরও পড়ুন: কোভিড: ভারতে সাড়ে ৩ লাখের অধিক নতুন শনাক্ত, মৃত্যু ৩,৪১৭
ইতোমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন চলাকানীন নানা জঞ্জাল, উষ্ণতা এবং শান্তিপূর্ণ অবস্থা ছিল। বিজেপি নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু আমি বলব সবাইকে শান্ত থাকতে। সহিসংতায় জড়াবেন না, যদি কোনো সমস্য দেখতে পান পুলিশকে জানাবেন, পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নিবে।’
আরও পড়ুন: ভারত ফেরত যাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে
বিজেপির রাজ্য প্রধান দিলীপ ঘোষ বলেন, ‘আমরা এ ব্যাপারে মমতার সাথে একমত পোষণ করছি, এটা ভালো যে মমতা সবাইকে শান্ত থাকতে বলেছেন। অন্যথায় আমরা প্রতিবাদ করতাম। তৃণমূলের জয়ের পর কেনো এই সহিংসতা?’
দিদি নামে পরিচিত মমতা আগামী বুধবার তৃতীয় বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে রবিবার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় লাভ করেছেন তিনি।
তিনি বর্তমান শাসক দল বিজেপির চ্যালঞ্জকে দৃঢভাবে মোকাবিলার পামাপাশি বাম ফ্রন্টকেও পরাজিত করেছেন।
বিধান সভার ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে তার দল শিগগরই সরকার গঠন করতে যাচ্ছে। যদিও ৬৬ বছর বয়সী মমতা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া সুভেন্দু অধিকারীর কাছে ২ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন।
আরও পড়ুন: ভারতে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল
রবিবার এক সংবাদ সম্মেলনে মমতা স্পষ্ট করে জানান, তিনি আদালতে এই রায়ের বিপক্ষে চ্যালেঞ্জ জানাবেন।
তিনি বলেন, ‘কীভাবে নির্বাচন কমিশন একবার রায় ঘোষণার পর সেটি পরিবর্তন করতে পারেন? আমরা আদালতে যাব।’
নন্দীগ্রামে ১ হাজার ২০০ ভোটে মমতা হবার জয়ী ঘোষণার কিছুক্ষণ পর সুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়। পুলিশ পুনরায় ভোট গনণার আবেদন নাকচ করে দিয়েছে।
যদিও বিজেপি বাংলায় ৭৭টা আসনে জয়লাভ করেছে যেখানে ২০১৬ সালের নির্বাচনে পেয়েছিলো মাত্র ৩টি আসন। কিন্তু ১৯৭৭-২০১১ পর্যন্ত বাম সরকার শাসন করে আসলেও এইবার নির্বাচনে একটি আসনেও জয়লাভ করেনি তারা।
৩ বছর আগে