জয়পুরহাট
জয়পুরহাটে বীজের গোডাউনে আগুন
জয়পুরহাটে একটি বীজের গোডাউনে আগুনে বিভিন্ন ফসলের বীজসহ মালামাল পুড়ে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে পৌরসভার মুসলিম নগর এলাকায় বেলাল শেখ নামে এক ব্যবসায়ীর গোডাউনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জয়পুরহাটে টনসিল অপারেশনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাত ১০টার দিকে আমাদের দুইটি ইউনিটের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। এরপর প্রায় দুই থেকে তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই গোডাউনের একটি দরজা ছাড়া প্রবেশের আর কোনো পথ ছিল না। তাই আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নিভে গেলেও ভেতরে তুষ জাতীয় বিভিন্ন ফসলের বীজ, ভুট্টা, কার্টুন, পলিথিন ইত্যাদি পোড়ার কারণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়।’
শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ হয়নি।
আরও পড়ুন: জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
১ সপ্তাহ আগে
জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
জয়পুরহাটে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ মন্ডল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে জয়পুরহাট পৌর শহরের গুলশান মোড়ের অদূরে শিল্পকলা একাডেমী সংলগ্ন হাতিল বুলুপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মন্ডল (১৯) পৌর শহরের স্টেডিয়াম সড়ক সংলগ্ন তাজুর মোড় এলাকার ইলেকট্রিক মিস্ত্রি রানা মন্ডলের ছেলে এবং স্থানীয় মঙ্গলবাড়ী এমএম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মাথায় হেলমেট না থাকায় চালক ইউসুফ মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্স করে বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১ মাস আগে
জয়পুরহাট থেকে ১৬ কোটি টাকার সাপের বিষ জব্দ
অবৈধভাবে সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতে সাপের বিষ পাচারের সময় ২ কেজি ৪৬৬ গ্রাম (১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা) সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।
মালিকবিহীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় জয়পুরহাটের পার্শ্ববর্তী-দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তসংলগ্ন এলাকা থেকে এসব বিষ জব্দ করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ জব্দ
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বলেন, সাপের বিষ পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৯/৪১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ দামোদরপুরে মালিকবিহীন ২ কেজি ৪৬৬ গ্রাম (১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা) সাপের বিষ জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বিরামপুর থেকে তিন কোটি টাকার সাপের বিষ জব্দ
৩ মাস আগে
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে ইটবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তাকিম নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
রবিবার (৭ জুলাই) সকাল ১০টার উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি অ্যাটিএন্ডটি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম (২৭) ওই উপজেলার পাটাবুকা গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোস্তাকিম বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাঁচবিবি উপজেলা সদরে যাচ্ছিলেন। টিঅ্যান্ডটি পাড়া (গোহাটি) এলাকায় পৌঁছালে একটি ইটবোঝাই মিনি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তাকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৪ মাস আগে
জয়পুরহাটে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
জয়পুরহাটের কালাইয়ে কৃষক সাইদুল হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা,অনাদায়ে তাদের প্রত্যেককে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার(২৮ মে) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়নাল মণ্ডল, মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন, মোস্তফা, মোসফার আলী, মাহফুজার, মাসুদ,মামুনুর রশিদ, সামসুদ্দিন ও বেলাল।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই বিকালে কালাই উপজেলার আওড়া গ্রামর জমির দখল সংক্রান্ত বিরোধে সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করে অভিযুক্তরা।
পরে আহত সাইদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে আসামিদের নামে কালাই থানায় একটি হত্যা মামলা করেছিলেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১০জন আসামিকে দোষী সাব্যস্ত করে আজ এ রায় দিয়েছেন।
৫ মাস আগে
জয়পুরহাটে কৃষক বুলু মিয়া হত্যায় ৩ জনের যাবজ্জীবন
পারিবারিক বিরোধের জেরে জয়পুরহাটে বুলু মিয়া হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ- ২ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।
আরও পড়ুন: হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভেকেট উদয় সিং বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের সদর উপজেলার দস্তপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, গনিরাজের ছেলে এমরান আলী নুহু ও আউশগাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে বাবু মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের সদর উপজেলার চকদাদরা এলাকার বুলু মিয়া দস্তপুর গ্রামের মৃত কুদ্দুসের মেয়েকে বিয়ে করে শ্বশ্বুর বাড়িতেই থাকতেন। ২০০৫ সালের ৩ এপ্রিল রাতে সে হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। ওই রাতেই আসামিরা পারিবারিক বিরোধের জের ধরে বুলুকে গলা কেটে হত্যা করে।
পরদিন ওই গ্রামের একটি বায়োগ্যাস তৈরির ট্যাংকির উপর তার গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন।
আরও পড়ুন: ছেলে হত্যা মামলায় বাবা-মায়ের যাবজ্জীবন
রংপুরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
৬ মাস আগে
জয়পুরহাটের হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সালেহ মোহাম্মদকে হত্যার দায়ে ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস আলী এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৭ আসামি হলেন- হাদিউজ্জামান , আরিফুল, আবু নাছের, শাহজাহান আলী, আশরাফ আলী, লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী, জহির, শাসছুল আলম, সায়েম উদ্দিন, ওবাইদুল, সইম, রহিম, আবু সাঈদ, আবু বক্কর, রানু বেগম ও সাহেরা বেগম।
আরও পড়ুন: কুমিল্লায় শিশু হত্যা মামলায় দুই শিশুর ১০ বছরের কারাদণ্ড
নির্দোষ প্রমাণিত হওয়ায় এ মামলা থেকে খালাস পেয়েছেন পাঁচ আসামি। তারা হলেন- অমিছা বেগম, শহিদুল ইসলাম, বেলছি বেগম, হাফেজা ফকির ও সবদুল ফকির। দণ্ডপ্রাপ্ত সকলের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রামে। এদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ২ মে সকাল ৮টার দিকে সালেহ মোহাম্মদকে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আসামিরা। স্বজন ও এলাকাবাসী আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিনই পাঁচবিবি থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আজিজুল হক। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন।
জয়পুরহাটের জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
মিরপুরে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, ২ জনের কারাদণ্ড
৯ মাস আগে
জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু
৩৫ হাজার ১০০ টন আখ মাড়াই করে ২ হাজার ১৭০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে জয়পুরহাট চিনিকলে ২০২৩-২৪ অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম বিকাল সাড়ে ৪টায় চিনিকল চত্বরে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন।
২৮ দিনে ৩৫ হাজার ১০০ টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, চিনির পুনরুদ্ধারের হার ৬ দশমিক ২০ শতাংশ।
গত মৌসুমে জয়পুরহাট চিনিকলের লোকসান হয়েছিল ৬৯ কোটি টাকা।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসএফআইসির সেক্রেটারি চৌধুরী রুহুল আমিন কাওসার, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আখতার ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রুমেল প্রমুখ।
আরও পড়ুন: ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু, লক্ষ্যমাত্রা ৩ হাজার টন
নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু
মাগুরায় আখের বাম্পার ফলনে চাষে ঝুঁকছেন কৃষকরা
১০ মাস আগে
জয়পুরহাটে লরির ধাক্কায় ভ্যানের চালকসহ ২ জন নিহত
জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক রফিকুল ইসলাম ও যাত্রী আব্দুস সোবহান নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের ২যাত্রী গুরুতর আহত হন।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধ সোবহানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ভ্যানচালক রফিকুল ইসলামকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তরের পথে তারও মৃত্যু হয়।
রফিকুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত অসিমুদ্দিনের ছেলে ও সোবাহান মোল্লা (৬১) একই গ্রামের জিয়ার উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে লরিচাপায় ৩ শ্রমিক নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যান কয়েকজন যাত্রীসহ কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়ক হয়ে জয়পুরহাটের দিকে আসছিল। ভ্যানটি ওই সড়কের পুলিশ প্লাজা এলাকায় পৌঁছালে একটি তেলবাহী লরি পেছন থেকে তাদের ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ভ্যানচালকসহ ৪ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধ আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনের মধ্যে ভ্যানচালক রফিকুলের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তরের পথে তারও মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: পার্বতীপুরে ট্যাংকলরি বিস্ফোরণে নিহত ১, আহত ২
সীতাকুণ্ডে প্রাইভেটকারকে কন্টেইনার লরির চাপা, অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ৫ যাত্রী
১০ মাস আগে
জয়পুরহাটে ধানখেত থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সৌরভ হোসেন মোহাম্মদপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। তিনি উপজেলার সড়াইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্প্রতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেউ একজন মোবাইলে সৌরভকে ফোন দেয়। সৌরভ ফোন পেয়ে বাড়ি থেকে বাইরে যান। তবে রাতে আর ফিরে আসেননি।
এ সময় পরিবারের লোকজন একাধিকবার সৌরভের ফোনে ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি। এরপর রাতে খোঁজাখুঁজিও করে তারা।
সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার সময় বাড়ির অদূরে ধানখেতে সৌরভের বাম হাতের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রংপুরে শ্বশুড়বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
১ বছর আগে