পলকা
বিশ্ব সুরক্ষায় বাংলাদেশি তরুণের উদ্ভাবনী উদ্যোগ
বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মাহবুব সুমন তার তিন বন্ধুকে নিয়ে ২০১৮ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘শালবৃক্ষের’ যাত্রা শুরু করে। শালবৃক্ষের মূল লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহৃত জিনিসপত্র পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা।
মাহবুবের দু’টি প্রকল্প- ‘বনকাগজ’ এবং ‘পলকা’ (আলু থেকে প্লাস্টিক), ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ইউএনবি’র সাথে এক আলাপচারিতায় মাহবুব তার কাজ নিয়ে তুলে ধরেছেন।
মাহবুবের কাছে পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানি এবং পরিবেশ বান্ধব কাজের উৎসাহ সম্পর্কে জানতে চাইলে জানান, পুনর্ব্যবহার এনার্জি নিয়ে কিছু গবেষণা করে এই তরুণ বুঝতে পারে জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের বড় একটি সমস্যা। তাই খুব দ্রুতই মাহবুব পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করা শুরু করেন।
তিনি বলেন, প্রথমেই আমি বনকাগজ প্রকল্প নিয়ে কাজ শুরু করি। যেহেতু গাছ থেকে কাগজ তৈরি করা হয়, তাই আমার চেষ্টা ছিল কাগজ থেকেই আবার গাছ বৃদ্ধি করার।
অপরদিকে পলকা প্রকল্পের মাধ্যমে আলু থেকে প্লাস্টিক তৈরির মাধ্যমে পলিথিন ব্যবহারের বন্ধ করা সম্ভব।
আরও পড়ুন: স্টার্টআপ শুরুর চাপ: সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থায়ন
এছাড়াও তিনি অন্যান্য বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করছেন বলে জানান।
৩ বছর আগে