শাবি শিক্ষার্থী নিহত
ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ
সিলেট নগরীর সুবিদবাজার পয়েন্টে ট্রাকের ধাক্কায় বুধবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত মো. সাব্বির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ ও চালককে আটক করে। একই সাথে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: শাবিতে সিলেটের প্রথম ট্রান্সজেনিক গ্রিনহাউস উদ্বোধন
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে সাব্বির সুবিদবাজার পয়েন্টে আসামাত্র পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধাঘণ্টা অবরোধের ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: শাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের দ্বিমুখী লড়াই
সার্বিক বিষয়ে শাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয় পরিবারসহ আমাকে মর্মাহত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাব্বিরের পরিবারের পাশে থাকবে।
সাব্বিরের মর্মান্তিক এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সাব্বির প্রথম বর্ষ রসায়নের ছাত্র ছিল। আমরা তার অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: নিরাপত্তার দাবিতে শাবি সাংস্কৃতিক জোটের ২৪ ঘণ্টার আলটিমেটাম
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার সংবাদে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।
৩ বছর আগে