এইউবি
আমানুল্লাহ খানের প্রিয় বইয়ের নতুন ঠিকানা এইউবির পাঠাগার
ইউএনবির প্রয়াত চেয়ারম্যান আমানুল্লাহ খান স্মরণে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) পাঠাগারে শিক্ষাসামগ্রী প্রদান করেছে তার পরিবার। এ উপলক্ষে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক স্মরণসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আমানুল্লাহ খান স্মরণে এইউবি আয়োজিত অনুষ্ঠানে তার সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী শিরিন খান বলেন, ‘দীর্ঘ কর্মজীবনে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন বই পড়তে এবং সংগ্রহ করতে।’
‘বই ছিল আমানুল্লাহ খানের প্রাণ। আমার বাসার সব জায়গায় শুধু বই আর বই। কোথাও গেলে কার্টন কার্টন বই নিয়ে যেতেন আমানুল্লাহ। বই আর লাইব্রেরিই ছিল তার সব।’
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমাদের ৫৩ বছরের সংসারের স্মৃতির সঙ্গে বই জড়িয়ে আছে। পেশাগত জীবনে আমানুল্লাহ ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট। কিন্তু ইউএনবির সঙ্গে জড়িয়ে তার ধ্যান-ধারণা সাংবাদিকতা আর বই নিয়েই ছিল। আজকে আমানুল্লাহ খানের এই বই আপনাদের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি এইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ জাফর সাদিক বলেন, ‘আমানুল্লাহ খান আজকে মহানুভবতার উদহারণ তৈরি করে গেলেন। আজকে তার পরিবার বই উপহার দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। মানুষ চলে যায় কিন্তু হয়তো কিছুই রেখে যায় না। তবে আমানুল্লাহ খান জ্ঞানের বিশাল ভান্ডার রেখে গেলেন বিশ্ববিদ্যালয়ের জন্য।’
বই গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান রাবেয়া আক্তার বলেন, ‘আমানুল্লাহ খান ও শিরিন খানের কোনো সন্তান নেই; বই ছিল তাদের কাছে সন্তানসম। আর এই মহামূল্যবান সম্পদই আজকে তারা আমাদের হাতে তুলে দিলেন। এই বই আমাদের কাছে মহামূল্যবান সম্পদ হিসেবে গচ্ছিত থাকবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এইউবির ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘আমানুল্লাহ খানের এই অনুদান শিক্ষার্থী, শিক্ষক, গবেষকদের জন্য অতি মূল্যবান উপহার। তার পরিবারের এই বদান্যতায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৃতজ্ঞ। এই বই উপহার আমানুল্লাহ খানের দেওয়া সদকায়ে জারিয়া। এই বইয়ের উসিলায় আল্লাহ তার আত্মার মাগফিরাত নসিব করবে—এই দোয়া করছি।’
৬৪ দিন আগে
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলছে ২৩ মে
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমিতি (এইউবি) জানিয়েছে, আগামী ১৭ মে (সোমবার) থেকে সকল বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং ২৩ মে (রবিবার) থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে। এইউবি কর্তৃপক্ষ জানায়, সরকারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে।
এইউবি সভাপতি এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের সভাপতিত্বে বুধবার (৫ মে) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই সংগঠনের এক ভার্চুয়াল সভার পরই এই সিদ্ধান্ত জানানো হয়।
তিনি বলেন, সরকার যেহেতু পূর্ববর্তী সিদ্ধান্ত বদলায়নি, তাই আমরা যথাসময়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার সকল প্রস্তুতি নিচ্ছি।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৩ মে
শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে দ্বিধা বিভক্ত অভিভাবকরা
তবে এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার আগে অবশ্যই শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের টিকাদান কার্যক্রম নিশ্চিত করতে হবে।
সভায় সমন্বিত ভর্তির ব্যাপারেও আলোচনা হয়। এ ব্যাপারে চুয়েট উপাচার্য জানান, প্রশ্ন তৈরি এবং ছাপানোর জন্য সময় প্রয়োজন, যা শেষ হতে ১৯ জুন পর্যন্ত সময় লাগতে পারে। তাই ঈদের পর সকল সিদ্ধান্ত নেয়া হবে।
১৪৩৬ দিন আগে