শিশুদের মুখে হাসি
পঞ্চগড়ে ঈদ উপহারে শিশুদের মুখে হাসি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার এবং গরীব অসহায় দুস্থদের মাঝে নগদ টাকা ও ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া রওশনআরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে এসব উপহার তুলে দেয়া হয়।
তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক কবির আহমেদ আকন্দ. রওশন আরা শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী এবং নগদ অর্থ ও ছাগল বিতরণ করেন।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যা নিকেতনের ৩০০ শিশুর হাতে ঈদের পোষাক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে অর্ধশত অসহায় দুস্থ নারীর মাঝে নগদ ২ হাজার থেকে ৫ হাজার করে টাকা ও একটি করে ছাগল বিতরণ করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কবির আহম্মেদ আকন্দ জানান, পৃথিবীব্যাপী জলবায়ু ভারসাম্য রক্ষায় সংগঠনটি এবছর তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এক কোটি বৃক্ষরোপণ করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।
২০০৯ সালের পর থেকে প্রতিবছর এই প্রতিষ্ঠানটি ঈদ উপহার ও গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
৩ বছর আগে