আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
খালেদার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটি আদালতের ব্যাপার: হানিফ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটি আদালতের ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার যে আবেদন পরিবারের পক্ষ থেকে করা হয়েছে এ বিষয়টি আইনগত একটা ব্যাপার। যেহেতু বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত কয়েদি সেহেতু তার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবেন আদালত ও কারা কর্তৃপক্ষ।’
আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় প্রথম টিকা নেবেন হানিফ
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কাজই সরকারের সমালোচনা এবং মিথ্যাচার করা। কোন ভালো কাজই তাদের চোখে পড়ে না। দেশের উন্নয়ন অগ্রগতি কিছুই তাদের চোখে পড়ে না। এই করোনা দুর্যোগ শুরুর থেকেই তারা নানাভাবে মিথ্যাচার করে যাচ্ছে।
তিনি বলেন, করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেয়ে গেছে, লাখ লাখ লোক যেখানে মারা যাচ্ছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং বাইরের দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো অবস্থায় আছি।
‘এই ভালো অবস্থা মির্জা ফখরুলদের মুখ দেখে আসে নাই, এটা সরকার এবং প্রধানমন্ত্রীর বিচক্ষণতার কারণেই সম্ভব হয়েছে,’ বলেন তিনি।
আরও পড়ুন: হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: হানিফ
এ সময় সরকারের সমালোচনা করে জনসমর্থন পাওয়ার এই পথ বর্জনের আহ্বান জানান হানিফ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ডা. এস এম মুস্তানজীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে