মমতা ব্যানার্জী
কলকাতায় মমতা ব্যানার্জীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (সিএম) মমতা ব্যানার্জীর সঙ্গে দেখা করেছেন এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বুধবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ব্যবসায়িক ইভেন্ট ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী।
মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উভয়েই একমত হয়েছেন যে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশ ও ভারত উভয়ের ব্যবসায়িক ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য পারস্পরিকভাবে উপকারী হবে।
বাণিজ্য সুবিধার জন্য সীমান্তে অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা, পাট ও চামড়া খাতে বিনিয়োগের জন্য একসঙ্গে কাজ করার পাশাপাশি সীমান্ত হাট স্থাপনের সম্ভাবনার মতো বিষয়গুলি বৈঠকে উঠে আসে।
এর আগে টিপু মুনশি এবং মমতা ব্যানার্জী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।
বাণিজ্যমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাত্মক সমর্থনের কথা উল্লেখ করেন।
ভারত সফরে মিজোরামের শিল্পমন্ত্রীর আমন্ত্রণে টিপু মুনশিও মিজোরাম সফর করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত 'অবমাননা': মমতার বিরুদ্ধে সমন জারি
ভবানীপুরে জিতে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
২ বছর আগে
ভবানীপুরে জিতে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটের ব্যবধানে ভবানীপুরের বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখলেন।
রবিবার প্রায় ৫৯ হাজার ভোটের ব্যবধানে বিধানসভার এ আসনের উপ-নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি দলের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে পরাজিত করেছেন ৬৬ বছর বয়সী মমতা।
আরও পড়ুন: উপনির্বাচনে জয়ের পথে মমতা
কলকাতার গণমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ৫৮ হাজার ৮৩২ ভোটে ভবানীপুরের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছি এবং এ আসনের প্রতি ওয়ার্ডেই আমি জয়ী।’
এর আগে এপ্রিল-মে মাসের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসে। তবে মমতা তাঁর নিজের আসন নন্দীগ্রামে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু অধিকারীর কাছে প্রায় দুই হাজার ভোটে পরাজিত হন।
আরও পড়ুন: কোভিড সংকট মোকাবিলায় একসাথে কাজ করব: মমতাকে হাসিনা
হেরে গেলেও সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস তাকে মুখ্যমন্ত্রী করে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে রাজ্যের যে কোনো একটি বিধানসভার আসন থেকে জিতে আসতে হয়।
মমতাকে ভবানীপুর আসন থেকে জেতানোর লক্ষ্যে সেখানকার নির্বাচিত তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। এতে ভবানীপুর আসনটি শূন্য হলে এ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মোদির সাবেক মন্ত্রী বাবুল এখন মমতার দলে!
৩ বছর আগে
কোভিড সংকট মোকাবিলায় একসাথে কাজ করব: মমতাকে হাসিনা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মমতাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয় আপনার ওপর পশ্চিমবঙ্গের জণগনের সুগভীর আস্থার প্রতিফলন।’
শেখ হাসিনা বলেন, আপনার সুযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় আম্পান ‘করোনাভাইরাস থেকে বড় বিপর্যয়’: মমতা
দুই বাংলার জনগণের অধিকতর সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক করোনাভাইরাস মহামারির এই ক্রান্তিকালে বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে সংকট উত্তরণের লক্ষ্যে একযোগে কাজ করে যেতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
আরও পড়ুন: আপনি প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত: মোদিকে প্রশ্ন মমতার
তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়, হৃদয়ের এবং আবহমান কালের।’
আরও পড়ুন: করোনায় একদিনে এত মৃত্যু ও শনাক্ত আগে দেখেনি ভারত
প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ এর এই বিশেষ সময়ে যখন আমরা মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি, সেই মাহেন্দ্রক্ষণে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি- বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে পশ্চিমবঙ্গের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের অবদান এবং আমাদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনচর্যা।’
তিনি মমতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য প্রত্যাশা করেছেন।
৩ বছর আগে