প্রধানমন্ত্রীর নেতৃত্ব বর্হিবিশ্বে প্রশংসিত
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব বর্হিবিশ্বে প্রশংসিত: হানিফ
শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলা সম্ভব হয়েছে যা বর্হিবিশ্বে প্রশংসিত হয়েছে বলে মন্ত্রব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ
তিনি বলেন, ‘করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেয়ে গেছে, লাখ লাখ লোক যেখানে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত, তারাও এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারে নাই। সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক ও বিশেষজ্ঞরা মিলে করোনা মোবাবিলা করতে সক্ষম হয়েছে। এবং বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রশংসিত হয়েছে।’
আরও পড়ুন: হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: হানিফ
শুক্রবার সকালে কুষ্টিয়া শেখ রাছেল স্টেডিয়ামে করোনাকালী ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপুর্ণ পদে ছিলেন তারা তাদের দায়িত্ব কতটা ভালোভাবে পালন করেছেন তা দেখার প্রয়োজন।
তিনি বলেন, করোনা টিকা নিয়ে কোন সংকট নেই, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী জুন জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।
আরও পড়ুন: টিকা নিয়ে লুটপাটের আয়োজন চলছে, অভিযোগ বিএনপির
হেফাজত প্রসঙ্গে হানিফ বলেন, একটি ঘটনা ঘটার পরেই সেটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত শুরু হয় এবং আরও বেশি তথ্য উপাত্ত পাওয়া যায়। হেফাজতের ক্ষেত্রেও তেমনটিই হয়েছে। মামুনুল কাণ্ডের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারির অভিযোগ পাওয়া যায়।
আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় প্রথম টিকা নেবেন হানিফ
বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ডা. এস এম মুস্তানজীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে