দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
মাওয়া-দৌলতদিয়া ও কাঠালবাড়ি-বাংলাবাজার রুটে শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র রাতে পণ্যবাহী পরিবহনের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আরও পড়ুন: নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে তীব্র যানজট, ভোগান্তি চরমে
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকার পরও মানুষ ব্যক্তিগত বাহন ব্যবহার করে স্বাস্থ্যবিধি না মেনে ফেরি দিয়ে পারাপার করছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের নজরে আনলে এবং করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দশনা অনুযায়ী শনিবার থেকে যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। শুধু রাতে পণ্যবাহী ট্রাকের জন্য বা মালবাহী ফেরি চলতে পারবে।
আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি বলেন, জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে শুধু রোগী ও অ্যাম্বুলেন্স ফেরি পারাপার করতে পারবে।
৩ বছর আগে