এনজিও কর্মকর্তা নিহত
ট্রাকের ধাক্কায় খুলনায় এনজিও কর্মকর্তা নিহত
খুলনা মহানগরীর কেডিএ ভবনের সামনে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত হাফিজুল ইসলাম (৪৮) পাইকগাছা উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও এনজিও আশা ফুলবাড়িগেট শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শান্তুনু জানান, সকালে হাফিজুল বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮টার দিকে কেডিএ ভবনের কাছে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এসময় তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে ট্রাক জব্দ বা চালককে আটক করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: মার্চে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩: আরএসএফ
৩ বছর আগে