ভারত ভ্যারিয়েন্ট
দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত: আইইডিসিআর
বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
শনিবার দুপুরে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষায় ভারতীয় স্টেইন ধরা পড়েছে, যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিএসআইডি) প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর ইউএনবিকে বলেন, এভারকেয়ার হাসপাতালে একটি নমুনা পাওয়া গিয়েছে। সেটি আমি দেখেছি। আর না ধরা পড়লে তো এধরনের কোনও তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করেনি।
আরও পড়ুন: ভারত থেকে আসা খুলনায় ৪৪৫ জন কোয়ারেন্টাইনে
কয়জনের মধ্যে এরকম ধরন পাওয়া গেছে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত কয়জনের মধ্যে পাওয়া গেছে সেই সংখ্যাটা এখনও আমাদের কাছে আসেনি, তাই বলতে পারছি না।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, ভারত থেকে দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে ৬০ জন করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন। তবে তারা করোনার ভারত ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা জানতে আরও কিছুদিন সময় লাগবে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ৬৯ হাজার ছাড়াল
করোনাভাইরাসের থাবায় লণ্ডভণ্ড ভারতে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৮৭ জন মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ।
এছাড়া দেশটিতে এই সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৭৮ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জনে।
অন্যদিকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনে।
৩ বছর আগে