সহায়তা বিতরণ
চুয়াডাঙ্গায় আরও ৩৮৪ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
চুয়াডাঙ্গায় করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরূপ নতুন আরও ৩৮৪ জনের মধ্যে এই সব খাদ্য সহায়তা দেয়া হলো।
শনিবার জেলার হোটেল শ্রমিক, রেলওয়ে এলএসডি ও বিএডিসি শ্রমিকদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
তিনি বলেন, ‘করোনা ও লকডাউনের প্রভাবে মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিন যাপন করছে। তাদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে জেলায় মানবিক সহায়তা এসেছে। এসব সহায়তা কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান
করোনা সচেতনতায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে; এক্ষেত্রে সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে, অযথা বাইরে বের হওয়া যাবে না।’
মানবিক সহায়তার প্যাকেজে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি মশুরের ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে প্রায় ১ হাজার ৯০০ জন কর্মহীন অসহায়কে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার হাবিবুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন: বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিল মালয়েশিয়া কমিউনিটি
৩ বছর আগে