স্বয়ং
‘স্বয়ং’ এর নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন
‘গল্প বলি, সামাজিক অবিচার নির্মূল করি’, এই অনন্য চিন্তা থেকেই প্রায় এক বছর আগে পথচলা শুরু হয় '‘স্বয়ং’' প্ল্যাটফর্মের। তাদের উদ্দেশ্য, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে লৈঙ্গিক বৈষম্যসহ সামাজিক নানা অবিচারের বিষয়ে সচেতনতা তৈরি করা।
এই যাত্রাকে আরও সমৃদ্ধ করতে, শুক্রবার (৭মে) এক ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে স্বয়ং তাদের নিজস্ব ওয়েবসাইট swayong.org এর পথচলা শুরু করলো।
সূচনালগ্ন থেকেই স্বয়ং তার কাজ দিয়ে সমাজে নিজের সরব উপস্থিতির প্রমাণ জানিয়েছে। এই অল্প সময়েই ১২টি অভিযানের মাধ্যমে তারা সংগ্রহ করেছে ৯৮ টি একক গল্প। অনলাইন জগতের বাইরে গিয়েও স্বয়ং করোনা মহামারির সময়ে অর্থায়নের মাধ্যমে পাশে দাড়িয়েছে বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ নাগরিকদের পাশে।
তাদের অর্জনের ঝুলিতে আরও আছে ইউ.এন.ডি.পি আয়োজিত ‘ডিজিটাল খিচুড়ি’- প্রতিযোগিতায় ‘আইডিয়া-লেভেল রানার্স আপ’ শিরোপা।
স্বয়ং- এর প্রতিষ্ঠাতা স্বাতীল মাহমুদ বলেন, “এটা বিশ্বাস করা অনেকটা কঠিন যে স্বয়ং তার অস্তিত্বের মাত্র ১১ মাসের মধ্যে এতটা পথ পাড়ি দিয়েছে। আমরা গল্পের মাধ্যমে সামাজিক অবিচার নির্মূল করার জন্য বাস্তব ব্যক্তিদের কাছ থেকে বাস্তব জীবনের গল্পগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার প্ল্যাটফর্ম হিসাবে আমাদের যাত্রা শুরু করি। আর এখন আমরা একটি সম্প্রদায়, সম্মিলিতভাবে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি।"
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্বয়ং এর কো ফাউন্ডার মিতুল মাহমুদ। অনলাইনে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন উইমেন ভিউ এর প্রতিষ্ঠাতা খাদিজা আহসান, আইডিয়া প্রজেক্ট, আই.সি.টি বিভাগের সিদ্ধার্ত গোস্বামী, এবং মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী মিত্র নিয়াগী।
তারা প্রত্যেকেই" স্বয়ং" এর জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানের মধ্যেই ওয়েবসাইটি প্রথম লঞ্চ করা হয় এবং সকলকে একটি ভার্চুয়াল সফরের মাধ্যমে ওয়েবসাইটটি ঘুরিয়ে দেখানো হয়।
‘স্বয়ং’ মনে করে তাদের এই নতুন সংযোজন তাদের অবস্থানকে একই সাথে শক্তিশালী এবং প্রামাণিক করবে।
৩ বছর আগে