ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন জব্দ
কুমিল্লা, ১১ মে (ইউএনবি)-সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশের কারণে দূরপাল্লার বাসের পাশাপাশি বিপুল পরিমান যাত্রী পরিবহনকারী মাইক্রোবাস ও পিকআপ জব্দ করেছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ।
রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা এলাকা ও দাইদকান্দি এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে এসব যানবাহন জব্দ করা হয়।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
সরেজমিনে দেখা যায়, গভীর রাতে ঈদে ঘরমুখো মানুষকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে। গনপরিবহন চলাচল করতে না দেয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুন: সাভারের আমিনবাজারে ব্রিজে ফাটল: ৩য় দিনের মতো এক পাশে যান চলাচল বন্ধ
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, মহাসড়ক দিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে।
৩ বছর আগে