ইন্ডিয়া
বাংলাদেশ-ইন্ডিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: খাদ্যমন্ত্রী
নিজস্ব সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-ইন্ডিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি এ সময় মুক্তিযুদ্ধে সার্বিক সহযোগিতার জন্য ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোমবার রাজশাহী সিটি করপোরেশনের গ্রীন প্লাজায় 'বাংলাদেশ - ইন্ডিয়া কালচারাল মিট, রাজশাহী ২০২২ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়' প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে দু’দেশের শিল্পীরা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা -সাহস যুগিয়েছেন। পঞ্চম বাংলাদেশ- ইন্ডিয়া কালচারাল মিট নতুন করে সাংস্কৃতিক বন্ধনকে জাগিয়ে তুলবে।
আরও পড়ুন: নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজন সচেতনতা ও সদিচ্ছা: খাদ্যমন্ত্রী
তিনি আরও বলেন, এক সময় ইতিহাস বিকৃত করা হয়েছে। দু’দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু’দেশের সম্পর্কের উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী বিভাগের সংসদ সদস্যগণ এবং গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট ২০২২’ রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ছাত্রলীগ: খাদ্যমন্ত্রী
২ বছর আগে
করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভারতের, অবনতি চলমান
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারত এবার ৩ লাখ মৃত্যুর সংখ্যা অতিক্রম করে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ লাখ মানুষ মারা গেছে।
সোমাবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৪৫৪ জন করোনা রোগী মারা গেছেন। বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ৭১ লাখ ছাড়াল
এছাড়া গত ১ দিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।
তবে বিশেষজ্ঞরা ধারণা, আক্রান্ত ও মৃত্যুর সরকারি হিসাবের তুলনায় আসল সংখ্যাটা আরও বেশি।
প্রতিবেশী এই দেশটিতে করোনার সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।
আরও পড়ুন: সিলেট ওসমানী মেডিকেলে ১০,০০০ লিটার অক্সিজেন প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত
দেশটিতে ২০২০ সালের ১২ মার্চ প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যায় কর্নাটকের এক বাসিন্দা।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে গত ১ মে থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।
৩ বছর আগে
করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৪২০৫ মৃত্যুর রেকর্ড
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারতে বুধবার মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৫ জন করোনা রোগী মারা গেছেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ছুঁইছুঁই
এছাড়া দেশটিতে এই সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।
অন্যদিকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনে। খবর এনডিটিভির।
আরও পড়ুন: অক্সিজেন সরবরাহে বিঘ্ন: ভারতে ১১ করোনা রোগীর মৃত্যু
প্রতিবেশী এই দেশটিতে করোনার সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ১ মে থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।
৩ বছর আগে