ফেরি থেকে নামার সময়
বাংলাবাজার ফেরি ঘাটে পদদলিত ও হিট স্ট্রোকে ৫ জনের মৃত্যু
মাদারীপুরের বাংলাবাজার ফেরি থেকে নামার সময় পৃথক ঘটনায় পদদলিত ও হিট স্ট্রোকে পাচঁজনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে পৃথক ঘটনায় এ দুটি ঘটনা ঘটে।
বাংলা বাজার ট্রাফিক পুলিশ পরিদর্শক আশিকুর রহমান জানান, শাহ পরাণ ও এনায়েতপুরী ফেরিতে পদদলিত ও হিট স্ট্রোকে পাচঁজনের মৃত্যু হয়।
তিনি বলেন, এনায়েতপুরী ফেরি বাংলা বাজার ঘাটে নামার সময় পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
আরও পড়ুন: পাটুরিয়া ফেরিঘাটে আজও ঘরমুখো যাত্রীদের ভিড়
প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া, বাংলা বাজার ঘাটে শাহ পরাণ ফেরি থেকে যাত্রী নামার সময় আনচুর (১৫) নামে একজন পদদলিত হয়ে মারা যান। তিনি শরিয়তপুরের নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াসউদ্দিন মাদবরের ছেলে।
এদিকে বুধবার ঢাকা আরিচা মহাসড়কের টেপরা এলাকা থেকে বানিয়াজুরি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও হাজার হাজার যাত্রীদের কারণে যানজট তৈরি হয়েছে।
যাত্রীরা রিকশা, ভ্যানে চড়ে ও পায়ে হেটে ঘাট এলাকায় আসছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শিশু, নারী, পুরুষসহ নানা বয়সী যাত্রীরা। এসব যাত্রীরা ঘাটে পৌঁছেই অনায়াসে ফেরিতে ওঠতে পারছে।
ফেরি কর্তৃপক্ষ জানায়, এই নৌরুটের ১৭টি ফেরিই চলাচল করছে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে খালি ফেরি ছাড়া হচ্ছে পাটুরিয়ার উদ্দেশে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ হাজার যাত্রী ৮০০ এর মত ছোট যানবাহন অর্থাৎ ব্যক্তিগত গাড়ি পারাপার করা হয়েছে।
গণপরিবহন না থাকায় এবং সবগুলো ফেরি সচল থাকায় যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে সমস্যা হবে না বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।
৩ বছর আগে