মো. সায়হাম রহমান
গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
করোনা পরিস্থিতিতে জরুরিভাবে ঈদ উপহার হিসেবে গাইবান্ধায় এক টাকার বিনিময়ে ২০০ দুস্থ অসহায় পরিবার পেল মুরগি, সেমাই, সুজি, দুধ, চিনি, লবণ, পেঁয়াজ, মরিচ, আলু, পটল, মিষ্টি কুমড়া ও ডাল।
আজ দুপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’র সহযোগিতায় গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এসব বাজার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান বলেন, ভিলেজ থিউরি অনুযায়ী ছোট্ট একটি গ্রাম পরিণত করার প্রত্যয়ে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু করা হয়। ২০ জন শিক্ষার্থীর মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু হলেও বর্তমানে ৫৪ হাজার সদস্যের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করা, কয়েক দফা ত্রাণ বিতরণ, অসহায়দের রক্ত যোগান, ধর্ষণ প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন ইস্যুতে সচেতনতাকরণ, তরুণ সমাজের মেধা বিকাশে সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম এই সংগঠনের আওতায় অব্যাহত রয়েছে। এছাড়া তাদের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে জনগণের মধ্যে প্রতিদিন ইফতার প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত খুলনা নগরবাসী
আমাদের গাইবান্ধা’র সভাপতি মো. সায়হাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবনাথ, সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে