আরটিআরএল
চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ৫ জনের
চট্টগ্রামে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৭৩ জনে। মৃতদের মধ্যে নগরীতে তিনজন ও উপজেলার ২ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ৮৬৫টি নমুনা পরীক্ষায় ১০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৪৯২ জন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর রয়েছেন ৮২ জন ও বিভিন্ন উপজেলার ২৭ জন।
বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১১৪০
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮০ নমুনা পরীক্ষায় ১৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৫০ নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭৯ নমুনা পরীক্ষায় ১৭ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫০ নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৩ নমুন পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ নমুনায় ৫ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ জনের।
৩ বছর আগে