মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান
নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য ৭৫ কোটির টাকার অনুদান প্রধানমন্ত্রীর
করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া ১ লাখ ৬৭ হাজার ২২৫ জন নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য ৭৪ কোটি ৮১ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন এবং কারিগরি শিক্ষা, মাদরাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক-কর্মচারী এ অনুদানের অন্তর্ভুক্ত হবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ২৮ কোটি ১৮ লাখ টাকা প্রধানমন্ত্রী অনুদান প্রদান করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক শিক্ষক ৫ হাজার হাজার টাকা এবং কর্মচারীরা ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।
এর আগে ২ মে ৩৬.৫ লাখ নিম্ন আয়ের মানুষের প্রত্যেকের জন্য ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রত্যেক পরিবার মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ, রকেট এবং শিউরক্যাশের মাধ্যমে সরাসরি এই টাকা গ্রহণ করেন।
আরও পড়ুন: কোভিড-১৯: সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার অনুদান
করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি দূর করার জন্য ইতোমধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামনে আসায় দ্রুততার সাথে মানবিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪ এপ্রিল থেকে কোভিড-১৯ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন ঘোষাণার পর গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষ, দিনমজুর, রিকশা ও ভ্যান চালক, ভিক্ষুকেরা কর্মহীন হয়ে পরে।
প্রধানমন্ত্রীর নির্দেশে এসব অভাবগ্রস্ত জনগণের মাঝে অর্থ বিতরণের জন্য দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে দ্রুত সময়ে মাঠ পর্যায়ের প্রশাসনকে ৫৯০ কোটি টাকা দেয়া হয়েছে।
আরও পড়ুন: প্রত্যেক জেলায় পরিকল্পিত শহর গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা করোনাভাইরাসের আরও বিস্তার প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন।
এছাড়াও কোভিড-১৯ মহামারিতে দেশের সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য ১০ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
৩ বছর আগে