নাটোর-বগুড়া মহাসড়ক
বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বগুড়ার বীরগ্রাম এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও এক সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদরের আল আমিন ওরফে মানিক, কুড়িগ্রাম সদরের কুদ্দুস মিয়া এবং কুড়িগ্রামের উলিপুরের নুর ইসলাম।
আরও পড়ুন: জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
এদের মধ্যে- মানিক ও কুদ্দুস ট্রাকচালক এবং নুর ইসলাম ট্রাকের সহকারী।
বগুড়া শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বীরগ্রামে পৌঁছালে নাটোরের দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন।
তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক দুইটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নাটোরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত
১০ মাস আগে
নাটোর-বগুড়া মহাসড়কের পাশে থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাসুদেব সরকার (৪২) সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বনকুড়াই গ্রামের পন্ন সরকারের ছেলে।
আরও পড়ুন: সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার ভোর সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আক্তার জানিয়েছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
তিনি জানান, নাটোর-বগুড়া মহাসড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
আরও পড়ুন: মীরসরাইয়ে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ জানায়, মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।
৩ বছর আগে