ভ্যানচালকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে নিখোঁজের দুই দিন পর আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের রাস্তার পাশে একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
আলমগীর একই উপজেলার ভালাইপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: পতেঙ্গায় জাহাজে বিস্ফোরণ; ৩ জনের লাশ উদ্ধার
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (২ অক্টোবর) ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন।
রাতে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি করেও না পেয়ে পরেরদিন বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।
পরে শুক্রবার সকালে বাঁশ বাগানের মধ্যে আলমগীরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার
২ মাস আগে
নাটোর-বগুড়া মহাসড়কের পাশে থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাসুদেব সরকার (৪২) সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বনকুড়াই গ্রামের পন্ন সরকারের ছেলে।
আরও পড়ুন: সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার ভোর সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আক্তার জানিয়েছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
তিনি জানান, নাটোর-বগুড়া মহাসড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
আরও পড়ুন: মীরসরাইয়ে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ জানায়, মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।
৩ বছর আগে