ডুবে মারা যাওয়া
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কালীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
নদীতে ডুবে মারা যাওয়া ওই শিশুর নাম ইয়ামিন (৮)। ইয়ামিন বড়ুরিয়া গ্রামের রঞ্জুর ছেলে।
আরও পড়ুন: ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ, শিশুর মৃত্যু
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি থেকে একটু দূরে গড়াই নদীতে শিশু ইয়ামিন ও ইয়ামিনের মামাতো ভাই দুই জনে গোসল করতে গড়াই নদীতে নামে। এর কিছুক্ষণ পর ইয়ামিনের মামাতো ভাই দেখতে পায় ইয়ামিন নদীতে তলিয়ে যাচ্ছে। এ সময় ইয়ামিনের মামাতো ভাই চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে এসে ইয়ামিনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, দুই সপ্তাহে ৩ শিশুর মৃত্যু
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৩ বছর আগে