করোনা সংক্রম
লকডাউন ২৩ মে পর্যন্ত বাড়ল, প্রজ্ঞাপন জারি
করোনা সংক্রমণ রোধে দুটি নতুন নির্দেশনা দিয়ে চলমান লকডাউন আরেকদফা বাড়িয়ে ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে ৫ মে সরকার দেশব্যাপী লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়িয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজস্ব আদায়ের সাথে সম্পর্কিত সব অফিস এবং এজেন্সিগুলোকে জরুরি সেবা সরবরাহকারী হিসেবে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ২২ লাখ ছাড়াল
এছাড়া খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ খাদ্য বিক্রি/সরবরাহ করতে পারবে।
চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, এরপর আবাও বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।
দেশে করোনা পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ১৪৯ জনে দাঁড়াল।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮০ হাজার ১৬৯ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: আরেকদফা বাড়ছে লকডাউন, প্রজ্ঞাপন রবিবার
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার ২৪ ঘণ্টায় ২২ জন মারা যায় এবং ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৬.৬৯ শতাংশ।
৩ বছর আগে