পথচারীর মৃত্যু
বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।
নিহত ব্যক্তির সঙ্গে থাকা একটি পাসপোর্ট পাওয়া গেছে। তাতে নাম আবুল কালাম ও বাড়ি শরীয়তপুর লেখা। জন্মসাল ১৯৯০।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলাচলের সময় হঠাৎ একটি বেয়ারিং প্যাড ওপর থেকে তাঁর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কখন চালু হবে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সে কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যেই দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটল।
মেট্রোরেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।
৩৯ দিন আগে
বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় সুলতান খান নামে এক পথচারী ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার সদরের বাংলাবাজার সড়কের কেজি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান খানের (৭০) বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে ভাগ্নে ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় সুলতান খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
৫১৫ দিন আগে
মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল পথচারীর
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
রবিবার বিকালে মহাসড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর পরিচয় জানতে পারেনি পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন, মোটরসাইকেল চালক রাকিব হোসেন (১৮) এবং প্রাইভেটকারের চালক মোস্তাফিজুর রহমান (৪৩)।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাগজান এলাকায় একটি মোটরসাইকেল সড়কে ওঠতে গেলে সে সময় প্রাইভেটকারটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এতে পথচারী গুরুতর আহত হন।
আরও পড়ুন: সিলেটে বাস-কারের সংঘর্ষে মা-ছেলে নিহত
পরে আহত মোটরসাইকেল চালক রাকিব ও প্রাইভেটকার চালক মোস্তাফিজুর ও পথচারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় গোলড়া হাইওয়ে থানার পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পাঠানোর পর অজ্ঞাত পরিচয়ের ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।’
১৬৬৩ দিন আগে