পথচারীর মৃত্যু
বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় সুলতান খান নামে এক পথচারী ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার সদরের বাংলাবাজার সড়কের কেজি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান খানের (৭০) বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে ভাগ্নে ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় সুলতান খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
৪ মাস আগে
মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল পথচারীর
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
রবিবার বিকালে মহাসড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর পরিচয় জানতে পারেনি পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন, মোটরসাইকেল চালক রাকিব হোসেন (১৮) এবং প্রাইভেটকারের চালক মোস্তাফিজুর রহমান (৪৩)।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাগজান এলাকায় একটি মোটরসাইকেল সড়কে ওঠতে গেলে সে সময় প্রাইভেটকারটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এতে পথচারী গুরুতর আহত হন।
আরও পড়ুন: সিলেটে বাস-কারের সংঘর্ষে মা-ছেলে নিহত
পরে আহত মোটরসাইকেল চালক রাকিব ও প্রাইভেটকার চালক মোস্তাফিজুর ও পথচারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় গোলড়া হাইওয়ে থানার পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পাঠানোর পর অজ্ঞাত পরিচয়ের ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।’
৩ বছর আগে