চাঁদের গাড়ি
সাজেকে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকের মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে মাচালং এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় ২ স্কুলছাত্রী নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির (মালবাহী জীপ) চাপায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মিশু আক্তার (১৫) ও নিশুা মনি (১৭)। মিশু আক্তারের বাড়ি দক্ষিণ পাইন্দং এলাকায়। তারা দু‘জন ফটিকছড়ির পাইন্দ হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় চাঁদের গাড়িটি ওই দুই স্কুল ছাত্রীকে চাপা দেয়।
পুলিশ জানান, অবৈধভাবে সড়কে চলাচলরত চাঁদের গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক গাড়িটিকে না দাঁড় করিয়ে পালানোর চেষ্টা করে। সেসময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। পেলাগাজির মোড় এলাকায় গিয়ে চাঁদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন স্কুল ছাত্রীকে চাপা দেয়।এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয় লোকজন পেলাগাজির মোড় এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় ঘাতক চাঁদের গাড়িটি।ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, একটি দ্রুতগামীর চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন স্কুল ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত অপর ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদের গাড়িটি আটক করেছে।
২ বছর আগে
বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি (জিপ) উল্টে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুইটিলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোফাজ্জল হোসেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে বাঘাইছড়ি থেকে তামাক বোঝাই করে চাঁদের গাড়িটি তামাক কোম্পানিকে দেয়ার জন্য রওনা দেয়। পরে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুইটিলা নামক এলাকায় আসলে তামাকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এসময় গাড়িতে থাকা হেলপার মোফাজ্জল হোসেন ও চালক এরশাদসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গাড়ির হেলপার মোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান জানান, তারা সকলেই বাঘাইছড়ির বাসিন্দা।
৩ বছর আগে