মুভি
বার্বি: মুভি দেখার আগে জেনে নিন কিছু চমকপ্রদ তথ্য
চলতি বছরের ২১ জুলাই মহা সমারোহে মুক্তি পেলো যুগের সব থেকে সেরা মুভি বার্বি। শুধুমাত্র প্লাস্টিকের একটি পুতুল থেকে পুরো একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পর্যন্ত আসার মাঝে দুর্দান্ত এক সময় পাড়ি দিয়েছে বার্বি।
১৯৫৯ সালে সূচনা হওয়ার পর থেকে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের হৃদয় দখল করা এই বার্বি পুতুল বিক্রি হয়েছে ১০০ কোটিরও বেশি।স্বতন্ত্র শিল্প ও সংস্কৃতির এই বিখ্যাত প্রতিনিধিকে ঘিরে পুরো একটি জগত সৃষ্টি হয়েছে বার্বিল্যান্ড নামে।
চলুন, বার্বি মুভি দেখার আগে ঐতিহাসিক এই পুতুলটির পেছনের কিছু চমকপ্রদ তথ্য জেনে নেই।
বার্বি পুতুলের ইতিহাস
এই ফ্যাশন পুতুলটির স্রষ্টা আমেরিকান ব্যবসায়ী রুথ হ্যান্ডলার। যেটি ১৯৫৯ সালের ৯ মার্চে বাজারে নিয়ে আসে ম্যাটেল নামের কোম্পানি। ছয় দশকেরও বেশি সময় ধরে খেলনার বাজারে বিপ্লব ঘটিয়ে একটি সপ্রতিভ ব্র্যান্ডে পরিণত হয় বার্বি। ১০০ কোটিরও বেশি সংখ্যক বিক্রি হওয়ায়, বার্বি ম্যাটেলের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক পণ্যে পরিণত হয়।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
বেশ উচ্চাকাঙ্ক্ষী এই পুতুলটি সময়ের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন ক্যারিয়ারে নিজের রূপ বদলেছে। পরিবর্তনশীল সামাজিক নিয়মগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে নতুন ভাবে হাজির হয়েছে প্রতিটি প্রজন্মের শিশুদের সামনে।
ফ্যাশন মডেল থেকে মহাকাশচারী, ব্যালেরিনা থেকে ব্যবসায়ী প্রতিটি ক্ষেত্রেই প্রতিষ্ঠিত বার্বি অনুপ্রাণিত করে গেছে শিশুদের বাড়ন্ত মনকে।
সেই ধারাবাহিকতায় ফ্যাশন নারী পুতুল হিসেবে প্রথমে খ্যাতি পেলেও পরবর্তীতে কেন নামে এর পুরুষ সংস্করণও বের হয়। এটিও খ্যাতি পায় বিশ্বজোড়া; এমনকি বার্বি ও কেন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল কাপল। খেলনা ব্যবসার মূল চালিকা শক্তি তো ছিলোই, কিন্তু পরবর্তীতে আনুষঙ্গিক ও পোশাকের মতো পণ্য বিক্রির বাহনেও পরিণত হয় বার্বি।
বার্বি নিয়ে চমকপ্রদ কিছু তথ্য
বার্বি ও কেনের নামকরণ:
বার্বি ও কেন খেলনার জগতে দুটি বিখ্যাত জুটি হিসেবে পরিচিত। কিন্তু যাদের নামে এদের নাম রাখা হয়েছে তাদের মধ্যে সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। বার্বির প্রতিষ্ঠাতা রুথ হ্যান্ডলার নিজের মেয়ে বারবারা মিলিসেন্ট রবার্টসের নামানুসারে ফ্যাশন পুতুলটির নামকরণ করেছিলেন। পুরুষ সংস্করণ কেনের নাম রাখা হয়েছিল তারই ছেলে কেনেথের নামে। অর্থাৎ বাস্তব জগতে তারা পরস্পরের ভাই-বোন।
আরও পড়ুন: আসছে অনম বিশ্বাসের ‘ভাইরাস’
২০০ টিরও বেশি ভিন্ন ক্যারিয়ার:
বার্বির সবচেয়ে অনুপ্রেরণামূলক দিকগুলোর মধ্যে একটি হলো তার বহুমুখিতা ও উচ্চাকাঙ্ক্ষা। সেই ১৯৫৯ সাল থেকে এখন পর্যন্ত বার্বি প্রায় ২০০ টিরও বেশি ভিন্ন ভিন্ন ক্যারিয়ারে আবির্ভূত হয়েছে। তার ক্যারিয়ারের জগত প্রসারিত ছিলো মহাকাশচারী থেকে পাইলট, ফায়ার ফাইটার থেকে সাংবাদিক ও উদ্যোক্তা থেকে র্যাপার পর্যন্ত।
ক্যারিয়ারের এই বৈচিত্র্য টিনেজার মেয়েদের উদ্দেশ্যে একটি শক্তিশালী প্রতীকী বার্তা ছিলো। বার্বির মত করে তারাও ভাবতে শুরু করে, পুরুষের মত তারাও যে কোনও পেশায় নিয়োজিত হতে পারে।
জার্মান পুতুল লিলি থেকে অনুপ্রেরণা:
বার্বির ধারণাটি প্রাথমিকভাবে লিলি নামের একটি জার্মান পুতুল থেকে উদ্ভব হয়েছিল। বিল্ড-জেইটুং নামক একটি জার্মান কমিক পত্রিকায় প্রকাশিত এক কমিক গল্পের উচ্চমানের এক কল গার্লের নাম ছিলো লিলি। রুথ হ্যান্ডলার, ইউরোপে ভ্রমণ করার সময় এই পুতুলটি তার চোখে পড়ে। আর সেই থেকে তার মাথায় অল্পবয়সী মেয়েদের জন্য একটি ফ্যাশন পুতুল তৈরির ধারণাটা আসে। পরবর্তীতে এই ধারণার অঙ্কুরেই জন্ম হয় বার্বির।
প্রথম বারবির দাম:
১৯৫৯ সালের ৯ মার্চে নিউইয়র্কে খেলনা মেলায় প্রবেশের মাধ্যমে রাজকীয় অভিষেক ঘটে বার্বি খেলনার। তখন এর ড্রেস ছিলো কালো-সাদা ডোরাকাটা সাঁতারের পোষাক। আর প্রথম আবির্ভূত বার্বির এই সংস্করণটির দাম ছিলো মাত্র ৩ আমেরিকান ডলার। তারপর থেকে বার্বির গোলাপি রঙ ধারণ করে, যেটি বার্বি পিঙ্ক (পিএমএস-২১৯) বা বার্বি গোলাপি নামে বিশ্ববিখ্যাত হয়।
আরও পড়ুন: আমি কী তুমি: মেহজাবিনকে নিয়ে ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ
১ বছর আগে
২০২১ সালের অন্যরকম ৭টি বাংলা থ্রিলার সিনেমা
মহামারি করোনায় এই লকডাউন চলাকালীন সময়ে এমন কিছু বাংলা থ্রিলার মুভি আছে যা আপনি ঈদে উপভোগ করতে পারবেন। আপনি অব্যশই রহস্যের ছোয়ায় কিছু ভাল সময় উপভোগ করতে পারবেন।
যদিও গেলো বছরটি সিনেমা সংশ্লিষ্টদের জন্য তেমন একটা সুখকর ছিল না, তবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো সিনেমা নির্মাণের যথেষ্ট চেষ্টা করেছে। তেমনি কিছু উল্লেখযোগ্য সিনেমা সম্পর্কে ইউএনবি পাঠকদের জানানোর চেষ্টা করছি।
১. প্রতিদ্বন্দ্বী
ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি মুক্তি পেয়েছে ২০২১ সালে ১লা জানুয়ারি। সময়সীমাঃ ১ ঘন্টা ৫১ মিনিট। আইএমডিবি রেটিং ৮.৮/১০
সিনেমার গল্পটি মূলত একটি কিডন্যাপিং কেস নিয়ে। পলাতক মাদক ব্যবসায়ী ধামানী, গোবিন্দা, রাজনৈতিক নেতা মায়া এবং ডাক্তার গুপ্তা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।
ডাক্তার বক্সির বন্ধু সুকুমার সেন মেয়েকে হারিয়ে পাগল প্রায়। পরবর্তীতে ডাক্তার বক্সি স্কুল থেকে কিডন্যাপ হওয়া তার ছেলেকে খুঁজে বের করার জন্য সিদ্ধার্থ নামে একজন প্রাইভেট তদন্তকারীর দেখা পান। সিদ্ধার্থ আবার রাজনৈতিক নেতা মায়ার সাবেক প্রেমিক।
পরিচালক সপ্তর্ষী বসু সিনেমায় এসব গল্পকে একত্রিত করার চেষ্টা করেছেন। এখানে প্রত্যেকটি গল্পই একটির সাথে অন্যটি সম্পর্কযুক্ত। শ্বাশ্বত চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, সায়ণী ঘোষ, সৌরভ দাস এখানে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সবশেষে অবশ্যই চমক রয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ করোনার মধ্যে ঈদ, শাহরুখ-সালমানের শুভেচ্ছা
২. ট্যাংরা ব্লুজ
মিউজিকাল থ্রিলার ঘরানার ২ঘণ্টা সময়সীমার মুভিটি মুক্তি পেয়েছে এ বছরের ১৬ এপ্রিল। আইএমডিবি রেটিং ৮.৩/১০
জয়ী কলকাতার তরুণ কম্পোজার। যে কিনা বস্তির একটা তরুণ মিউজিকাল ব্যান্ড নিয়ে খুবই উচ্ছ্বসিত।
সঞ্জীব মন্ডল নামে এক শিল্পী যে কিনা আগে মাস্তান ছিল, সে জয়ীর জীবনটা পাল্টে দেয়। ইন্ডিয়া গট ট্যালেন্ট নামে একটি অনুষ্ঠানে সে বস্তির ছেলেদের নিয়ে তার ব্যান্ড কে সবার সামনে পরিচয় করিয়ে দেয়, যারা কিনা আর্থিক কারণে পড়াশোনার সুযোগ পায়নি। সেখানে নানা নাটকীয়তার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়। পরিচালক সুপ্রিয় সেন একটি আন্ডারডগ গল্প দ্বারা থ্রিলিং অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছেন।
৩. জানোয়ার
ক্রাইম থ্রিলার হিসেবে বাংলাদেশের ওয়েব ফিল্ম শিল্পে বেশ সুনাম অর্জন করেছে ‘জানোয়ার।’ ২০২১ এর ১৪ জানুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটির দৈর্ঘ্য ১ঘন্টা ১৭ মিনিট। আইএমডিবি রেটিং ৭.২/১০।
একটি সত্য ঘটনা নিয়ে তৈরি বাংলাদেশের ওয়েব ফিল্ম জানোয়ার। পরিচালক রায়হান রাফি ২৩ এপ্রিল ২০২০ এর ডাকাতি, গ্যাং রেপ এবং হত্যার ভয়ঙ্কর দিক তুলে ধরার চেষ্টা করেছেন।
সিনেমার রূপ দিতে গিয়ে পরিচালক যদিও গল্পের কিছুটা পরিবর্তন করেছেন. তবে মূল গল্প অভিন্ন রাখা হয়েছে।
রাহুল এলিনা শাম্মি এখানে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন এবং রাশেদ মামুন অপু ডাকাত দলের প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন। শিশু শিল্পী আরিয়া আরিত্রা দারুণ অভিনয় দিয়ে দর্শকের মন ছুয়েছেন। তাদের দক্ষ অভিনয় শৈলী দিয়ে গল্পকে আরো বাস্তব করে তুলেছেন।
সিনেমা নির্মাণের দিক বিবেচনা করলে বাংলাদেশের উন্নতি চোখে পড়বে এই সিনেমায়।
আরও পড়ুন: স্টুডিওতে নয় মহাকাশে বানানো হবে সিনেমা
৪. ট্রল
সাইকোলজিকাল থ্রিলার নিয়ে বাংলাদেশে কাজ কম হলেও, ১ ঘন্টা ৪৯ মিনিটের ‘ট্রল’ আপনাকে দেশি সিনেমায় নতুনত্বের স্বাদ দিবে। আইএমডিবি রেটিং ৭.২/১০।
ট্রল মূলত বাংলাদেশি সাইকো-থ্রিলার ওয়েব সিনেমা। যদিও ফ্রেন্ডদের মধ্যে ট্রল শব্দটি মজার অর্থে ব্যবহার হয়, কিন্তু সিনেমায় এটি খুব ভয়ঙ্কর ইনসাইট দেখিয়েছে।
পরিচালক সঞ্জয় সামাদ্দার এখানে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং নতুন তারকা তাসনিয়া ফারিনকে অভিনয় করিয়েছেন। এখানে দেখানো হয়েছে এক জনের খেলা কিভাবে অন্য জনের মৃত্যুর কারণ হতে পারে। যদিও ট্রেলার দেখে গল্পটি ভিন্ন মনে হবে কিন্তু পুরো সিনেমা দেখলে আসল টুইস্ট পাওয়া যাবে।
বাংলাদেশি সিনেমার গতানুগতিক নির্মাণকে ভেঙে দিয়েছে এই সিনেমার নির্মাণ। সিনেমায় শতাব্দী ওয়াদুদের অভিনয় ছিল অন্যবদ্য।
৫. ম্যাজিক
সাইকোলজ্যকাল থ্রিলার ঘরানার আরও একটি সিনেমা হল ‘ম্যাজিক’, যা মুক্তি পেয়েছে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি। সময়সীমা ২ ঘন্টা ৫ মিনিট। আইএমডিবি রেটিং ৭.১/১০।
গল্পটি মূলত শুরু হয়েছে ইন্দ্রা নামের এক ছেলেকে দিয়ে। যে কিনা খুবই বিষাদগ্রস্ত তবে ম্যাজিক নিয়ে খুবই আগ্রহী। কৃতি নামের এক মেয়ের প্রেমে পড়লে তার জীবন পুরোপুরি পাল্টে যায়। প্রেমে পড়ার পর তার মনে হতে থাকে কৃতির সাথে তার পূর্ব জন্মের কোনও যোগাযোগ ছিল। তখনি গল্পে একটি ভিন্ন মোড় দেখা দেয়।
পরিচালক রাজ চন্দ্র এখানে রোমান্স, রহস্য, থ্রিলারের মাধ্যমে গল্পটি তুলে ধরেছেন। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। এই গল্পের ম্যাজিক সহজেই ধরা যাবে না। এটি মূলত সত্যের উপ নির্মিত একটি সামাজিক সিনেমা।
আরও পড়ুন: ঈদে প্রকাশ পেল এরসের ‘উড়তে চাই’
৬. চক্রব্যূহ
এ বছরের ২৯ মার্চ মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার ২ ঘন্টা ১০ মিনিট সময়ে আপনাকে রহস্যের স্বাদ দিয়ে যাবে।
কলকাতায় দিনে দুপুরে তিন মেয়ে অপহরণ হয়। একজন শহরের বিখ্যাত মন্ত্রীর মেয়ে, অন্যজন ব্যবসায়ীর মেয়ে অন্যজন বিখ্যাত সাংবাদিকের মেয়ে। পুলিশ অপহরণকারীদের খোঁজ করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় তার কোনও প্রকার অর্থ দাবি করে না। অপহরিত তিন মেয়েকে গভীর জঙ্গলে তাবুতে রাখা হয়। পালাতে চেষ্টা করেও তারা পালাতে পারে না। কিন্তু কিছু দিনের মধ্যে তারা বুঝতে পারে একটি প্রতিবাদের অংশ হিসেবে তাদের অপহরণ করা হয়েছে। এরপর ধীরে ধীরে প্রতিবাদটি সামনে আসে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পার্থ সারথী জুয়ারদার এবং মূল ভূমিকায় অভিনয় করেছেন সাহেব ভট্যাচার্য, রূপসা মুখার্জি, শবনম, সুদীপা চক্রবর্তী এবং রাজেশ শর্মা।
৭. ফ্লাইওভার
টানটান রহস্যের স্বাদ পেতে চাইলে ২ এপ্রিল মুক্তি পাওয়া ২ ঘণ্টার এই সিনেমাটি ঝটপট দেখে ফেলতে হবে। আইএমডিবি রেটিং ৪.৮/১০
মূলত অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে এই সিনেমা। এখানে বিদিশা নামে এক সাংবাদিকের গল্প বলা হয়েছে যে কিনা ট্রাফিক নিয়ম ভঙ্গ নিয়ে একটি গল্প লিখে। একদিন রাতে এক খুনের দায়ে সে গ্রেপ্তার হয়। কোয়েল মল্লিককে এখানে এক সাহসী নারীর ভূমিকায় দেখানো হয়েছে যে কিনা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জয়লাভ করে।
এটি মূলত কন্নড় ভাষার সিনেমা ইউ-টার্ন এর রিমেক। যদি ইউ-টার্ন দেখা থাকে তবে এই সিনেমায় নতুন কিছু আশা করা যায় না। তবে নতুন দর্শক হলে বাংলা থ্রিলার মুভি হিসেবে এই সিনেমাটি দেখাই যায়।
এছাড়াও আরও বেশকিছু সিনেমা রয়েছে তবে এটা মূলত থ্রিলার বাংলা সিনেমার একটি লিস্ট। গল্পগুলো অব্যশই আপনার মুহূর্তগুলোকে রোমঞ্চকর ও আনন্দদায়ক করে তুলবে।
৩ বছর আগে