ভস্মীভূত
খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬০টি দোকান ভস্মীভূত
খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নলডাঙ্গায় অগ্নিকাণ্ড: ৩০টি বাড়ি ভস্মিভূত
খাগড়াছড়ি ফায়ার ব্রিগেড জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বাজারের একটি ফুলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বাস স্টেশন বাজারের কাঁচা ও আধা পাকা ৬০টি দোকান ভস্মীভূত হয়। এ সময় কোনো ব্যবসায়ী তাদের দোকানের কোনো মালামাল বের করতে পারেনি।
খবর পেয়ে খাগড়াছড়ি থেকে একটি ও দীঘিনালা থেকে অপর একটি মোট ফায়ার ব্রিগেডের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় স্থানীয় জনগন ও দীঘিনালা জোনের সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে এগিয়ে আসে।
আরও পড়ুন: ফরিদপুরে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
ভোলায় অগ্নিকাণ্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
১ বছর আগে
নাটোরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত
নাটোরে ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। রবিবার রাত ১টার দিকে সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে আগুনের শিখা দেখতে পেয়ে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ভস্মিভূত হয়ে যায় ১৫টি দোকানের সমস্ত মালামাল। মার্কেটটিতে গার্মেন্টস,জুতা-স্যান্ডেল,ওষুধ সহ নানা ধরনের দোকান ছিল।
আরও পড়ুন: যশোরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তবে এখনও আগুন লাগার কারণ সঠিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬৫ বসতঘর
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২৪ বসতঘর পুড়ে ছাই
২ বছর আগে
বান্দরবানে চুলার আগুনে ভস্মীভূত ৭০টি ঘর
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০টি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে খাবার ও হেডম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
জনৈক ব্যক্তির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
স্থানীয়দের বরাতে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মারমা জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ও সাঙ্গু নদীর তীরবর্তী প্রত্যন্ত এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের পর সেখানে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেনি। এ অবস্থায় ভোরের দিকে সকল বাড়ি ঘর পুড়ে যাবার পর আগুন স্বাভাবিক নিয়মে নিভে যায়। আগুনে প্রায় ৭০টি বসতঘর, প্রাথমিক বিদ্যালয় ও ৩টি দোকান পুড়ে গেছে। বর্তমানে পাড়ার ক্ষতিগ্রস্ত লোকজন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ৫ কোটি টাকা। অগ্নিদুর্গতদের তালিকা তৈরি করে জেলা প্রশাসন ও জেলা পরিষদে পাঠানোর কাজ চলছে।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
৩ বছর আগে