প্রথম আলো
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলায় বিএসআরএফের প্রতিবাদ
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের দপ্তরে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতন এবং ৫ ঘন্টা পর পুলিশের কাছে সোপর্দ করে মিথ্যা মামলায় ফাসাঁনোর ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম(বিএসআরএফ)।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
আরও পড়ুন: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা গ্রেপ্তার
বিবৃতিতে নেতারা বলেন, একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এমন আচরণ মুক্তমত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
তারা মনে করেন, এরূপ আচরণ দেশের গণতন্ত্র এবং সংবাদ মাধ্যমের স্বাভাবিক গতিকে চরমভাবে ব্যাহত করবে।
আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠিয়েছে আদালত
নেতারা দ্রুত রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিএসআরএফের নেতারা এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
৩ বছর আগে