হেলথ স্ক্রিনিং
ভারত থেকে ফিরলেন আরও অর্ধশত বাংলাদেশী, এক নারীর করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও অর্ধশত বাংলাদেশী নারী-পুরুষ। ভারত ফেরত এক নারীর করোনা শনাক্ত।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ সীমান্ত পথ দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ভারত থেকে দেশে ফেরতদের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ১৪ দিন পর ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৫০ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় এই চেকপোষ্ট দিয়ে ১১ জন দেশে ফেরেন।
আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্টধারীদের যাতায়াত বাড়ছে
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত কুমার বিশ্বাস জানান, ভারত ফেরতদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষায় চার সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে। ফিরে আসা সবাইকে হেলথ স্ক্রিনিংয়ের পর এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে এক নারীর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৬.৬৯ শতাংশ
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন জানান, সকল প্রক্রিয়া শেষে চেকপোস্ট থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা শহরের ভিমরুল্লা এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনে নেয়া হয়েছে। সেখানে তাদের ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর করোনা শনাক্ত ওই নারীকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে।
৩ বছর আগে