দর্শনা চেকপোস্ট
পলায়নকালে দর্শনা চেকপোস্টে রাসিক কাউন্সিলর ও তার সহযোগী আটক
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীকে আটক করে বিজিবি।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
আটকরা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী (৫০) এবং তার সহযোগী নাজমুল হোসেন (৩৪)।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সদর দপ্তরের একটি সূত্র জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তাও দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত পারাপারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে রাস্তার ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা
শেরপুর শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা
৪ মাস আগে
দর্শনা চেকপোস্টে নমুনা না নিয়েই মিলছে করোনার নেগেটিভ সনদ
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে ভারত-বাংলাদেশের যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা না করেই নেগেটিভ সনদ দেয়ার অভিযোগ উঠেছে। সেই করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখিয়ে দেশে প্রবেশের অনুমতিও দেয়া হচ্ছে।
চেকপোস্টে সব যাত্রীদের করোনার র্যাপিড এন্টিজেন টেস্ট করা বাধ্যতামূলক। প্রত্যেকের কাছ থেকে সে অনুযায়ী ১০০ টাকা নেয়ার কথাও রয়েছে। তবে, অনেকের কাছ থেকেই টাকা নিয়ে রশিদ দেয়া হচ্ছে না, আবার নমুনা না নিয়েও করোনার নেগেটিভ সনদ দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভারত থেকে দেশে আসেন বাংলাদেশি নাগরিক রেখা রানী সাহা। চেকপোস্টে ঢুকেই স্বাস্থ্য বিভাগের হেলথ স্ক্রিনিং বুথে স্বাস্থ্য পরীক্ষার কথা ছিল তার। কিন্তু তা করা হয়নি।
তিনি বলেন, ‘আমি দর্শনা চেকপোস্টে ঢোকার পর আমার নিকট থেকে ১০০ টাকা নেয়া হয়। কোন নমুনা ছাড়ায় আমাকে নেগেটিভ রশিদ ধরিয়ে দেয় তারা। পরে ওনারা চলে যেতে বললো।’
বাংলাদেশের আসা অপর দুই নারী যাত্রী বলেন, আমাদের দুজনের থেকে ২০০ টাকা নেয়া হয়েছে৷ নমুনাও নিয়েছে। তবে আমাদের টাকা নেয়ার রশিদ দেয়নি তারা।
আরও পড়ুন: বাগেরহাটে ১২ থেকে ১৭ বছরের শতভাগ শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন
এদিকে দর্শনা চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথের রেজিস্ট্রার খাতায় দেখা যায়, তালিকায় নমুনা না নেয়া রেখা রানী সাহার নামই নেই। তাহলে কিভাবে পেলেন করোনার নেগেটিভ সনদ, এই প্রশ্নের জবাবে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারী ইন্সেপেক্টর) হেলথ স্ক্রিনিং বুথে দায়িত্বরত কর্মকর্তা জামাত আলী বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি হয়েছে। অতিরিক্ত যাত্রীদের ভীড়ে তিনি নমুনা না দিয়েই চলে গেছেন । আবার কোন কোন সময় ভীড়ের কারণে অনেক সময় রসিদ দেয়া সফল হয় না আমাদের। আবার দু'একটা মিসও হতে পারে।
তিনি আরও বলেন, ক্যান্সার, স্কিন হার্ট ডিজিস রোগী এবং ১২ বছরের নিচে যারা আসেন তাদের ইমিগ্রেশনের সুবিধার্থে নেগেটিভ রিপোর্ট দিতে হয় বলে স্বীকার করেন তিনি।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম বলেন, দেশত্যাগ বা দেশে ঢোকার সময় অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। ভারতের কোন যাত্রীদের করোনা পজিটিভ হলে তাদেরকে ফেরত পাঠানো হয়। দেশের কোন যাত্রীর পজিটিভ হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়ে থাকে। তবে দেশত্যাগ বা দেশে ঢোকার সময় করোনা নেগেটিভ সনদ থাকতেই হবে। এখানে কোন দুর্নীতির সুযোগ নেই।
আরও পড়ুন: দেশে লাফিয়ে বাড়ছে করোনায় শনাক্ত
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘ভারতে আসা-যাওয়া প্রত্যেক যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে এটা স্পর্শকাতর ঘটনা। আমি খোঁজ নিয়ে দেখছি। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে ১ হাজার ৮০৪ বাংলাদেশি নাগরিগ, ১ হাজার ১২৬ ভারতীয় নাগরিক বাংলাদেশ প্রবেশ করেছেন। বাংলাদেশ থেকে ১ ঞাজার ৩৩৭ বাংলাদেশি নাগরিক ও ১ হাজার ৭২৫ ভারতীয় নাগরিক ভারতে গিয়েছেন। এর মধ্যে ১১ বাংলাদেশি এবং ১৩ ভারতীয় নাগরিকের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রবেশের অনুমতি মিললেও ভারতীয় নাগরিকদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি। তাদেরকে ভারতে পাঠানো হয়েছে।
২ বছর আগে
দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত গেল সেনাবাহিনীর সাইক্লিং দল
চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের সাইক্লিং দল ভারতে গেল।
শুক্রবার সকালে সীমান্তের শূন্য রেখায় তাদের ফুল ও উত্তরীয় পরিয়ে স্বাগতম জানান ভারতীয় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি ও ডেপুটি কমানডেন্ট পিত্তি সিং।
আরও পড়ুন: বেনাপোল হয়ে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র্যালি বাংলাদেশে
চতুর্থ ইন্দো-বাংলা জয়েন্ট সাইক্লিং প্রতিনিধি দলটির ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কলকাতা (দমদম) সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি। বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্নেল মো. মুহতাসিম হায়দার চৌধুরী। এ সাইক্লিং টিমকে ভারতের কর্নেল মোহিত সিং ও বাংলাদেশের মেজর মাহমুদ আফজাল নের্তৃত্ব দিচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, গত ১৫ নভেম্বর সাইক্লিং দলটি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ভ্রমণ করে। এরপর শুক্রবার দলটি দর্শনা বন্দর দিয়ে ঢুকে ভারতের কৃষ্ণনগর, রানাঘাট, কল্যানী হয়ে কলকাতায় যাবে। সেখানে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফ্লাগ ইন এবং সমাপনী অনুষ্ঠানে অংশ নিবেন। সমাপনী অনুষ্ঠান শেষে ২৩ অথবা ২৪ নভেম্বর বেনাপোল বন্দর দিয়ে পুনরায় দেশে ফিরে আসবে বাংলাদেশ সেনাবাহিনীর দলটি।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সাইক্লিং র্যালি
জানা গেছে, প্রতি বছর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং এপেডিশন অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের মধ্যে গত বছর বন্ধ ছিল।
৩ বছর আগে
ভারত থেকে ফিরলেন আরও অর্ধশত বাংলাদেশী, এক নারীর করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও অর্ধশত বাংলাদেশী নারী-পুরুষ। ভারত ফেরত এক নারীর করোনা শনাক্ত।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ সীমান্ত পথ দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ভারত থেকে দেশে ফেরতদের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ১৪ দিন পর ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৫০ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় এই চেকপোষ্ট দিয়ে ১১ জন দেশে ফেরেন।
আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্টধারীদের যাতায়াত বাড়ছে
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত কুমার বিশ্বাস জানান, ভারত ফেরতদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষায় চার সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে। ফিরে আসা সবাইকে হেলথ স্ক্রিনিংয়ের পর এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে এক নারীর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৬.৬৯ শতাংশ
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন জানান, সকল প্রক্রিয়া শেষে চেকপোস্ট থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা শহরের ভিমরুল্লা এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনে নেয়া হয়েছে। সেখানে তাদের ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর করোনা শনাক্ত ওই নারীকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে।
৩ বছর আগে