মাদরাসা অধ্যক্ষের মৃত্যু
সিলেটে কার চাপায় মাদরাসা অধ্যক্ষের মৃত্যু
সিলেটের ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার চাপায় গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামস্থ হযরতশাহজালাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মারা গেছেন।
নিহত মাওলানা মো. আমীরুল ইসলাম (৬০)উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: খুলনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিলেটগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
শাহজালাল ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম জানান, দুপুর ১২টার দিকে মাওলানা মো. আমিরুল ইসলাম মাদরাসার সামনে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা ২টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
৩ বছর আগে