জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)
জবি কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
সোমবার নিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন: জবি শিক্ষকের মৃত্যু: বিচারিক তদন্তের নির্দেশ
এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ড. মো. রইছ উদদীন আগামী ৩০ নভেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
২ বছর আগে
ব্লাড ক্যান্সারে জবি শিক্ষার্থীর মৃত্যু
ব্লাড ক্যান্সারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বধুবার দিবাগত রাত ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মৃত রবিন কুমার হালদার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২য় সেমিস্টারের শিক্ষার্থী।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় জাবির আহত শিক্ষার্থীর মৃত্যু
রবিনের সহপাঠী সাইফুল ইসলাম জানান, বুধবার রবিনের জ্বর ছিল অনেক। জ্বর না কমায় রাত ২টার দিকে ইনজেকশন দেয়া হয়েছিল। পরে রাত ৪টায় তিনি মারা যান।
এদিকে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমেছে এসেছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত জাবি শিক্ষার্থীর মৃত্যু
৩ বছর আগে