নাজমুল হোসেন শান্ত
টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হারের পর আরও এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা। টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার (২৮ জুন) কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৭৮ রান ও ইনিংস ব্যবধানে হারের লজ্জায় পড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শান্ত।
সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্বে আর থাকতে চান না তিনি। বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানান তিনি।
২০২৪ সালে ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব পান নাজমুল। পরে এ বছরের শুরুতে টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন তিনি। সে সময় তার স্থলাভিষিক্ত হন লিটন দাসকে। এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে তাকে ওয়ানডে দলের নেতৃত্বেও না রাখার বিষয়টি জানতে পারেন শান্ত। তার বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবল বাংলাদেশ
এরপর কলম্বো টেস্ট সিরিজ শুরুর আগেই শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জন ওঠে। টেস্ট হারের পর সেই গুঞ্জন বাস্তবতায় পরিণত হলো।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের ত্রয়োদশ টেস্ট অধিনায়ক শান্ত। তার অধীনে ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি, পাকিস্তানের বিপক্ষে দুটি ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে শান্তর অধীনে ১৩ ম্যাচ খেলে ৪টি জিততে পেরেছে বাংলাদেশ।
অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডেতে শান্তর ব্যক্তিগত পারফর্ম্যান্স ভালোই ছিল বলতে হয়। টেস্টে ক্যারিয়ারে তার ব্যাটিং গড় ৩২ হলেও অধিনায়ক হিসেবে তার গড় ৩৬। তার পুরো ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি আর ৫ ফিফটির মধ্যে ৩টি সেঞ্চুরি ও ২টি অর্ধ-শতক এসেছে অধিনায়ক হওয়ার পর।
সবশেষ, চলতি সিরিজে এক টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে শতক হাঁকানোর নজিরও গড়েন তিনি। গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ রান ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত ইনিংস খেলেন সদ্য টেস্টের অধিনায়কত্ব ছাড়া এই ব্যাটার।
ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তিনি আরও ভালো খেলেছেন। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ৫১। ক্যারিয়ারসেরা অপরাজিত ১২২ রানের ইনিংসটি অধিনায়ক থাকাকালেই এসেছে তার ব্যাট থেকে। সঙ্গে তার স্ট্রাইক রেটেও উন্নতি হয়েছে।
১৫৯ দিন আগে
শ্রীলঙ্কা সিরিজের ২ ম্যাচের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ মে থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন নম্বরে ব্যাট করা নাজমুল হোসেন শান্ত।
এছাড়া ডান হাতে ইনজুরির কারণে পেসার রুবেল হোসেন, হাসান মাহমুদ ও স্পিনার তাইজুল ইসলামকেও মূল দল থেকে বাইরে রাখা হয়েছে।
বাংলাদেশ- শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্ত অভিষেক সেঞ্চুরি করেন। এছাড়া বাংলাদেশের হয়ে ৮টি ওয়ানডে ম্যাচ খেলে সর্বমোট ৯৩ রান এবং ২৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলা শান্ত নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হন।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন মিডিয়াকে বলেন, 'আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বশেষ হোম সিরিজে ভালো খেলেছি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে সর্বশেষ সিরিজ খেলা খেলোয়াড়দের নিয়ে দল ঘোষণা করেছি।'
‘১৫ সদস্যের স্কোয়াডের পাশাপাশি আমরা কোভিড -১৯ পরিস্থিতি বিবেচনা করে চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কে যুক্ত করেছি। যে কোন সময় তাদের প্রয়োজন হতে পারে,’ বলেন তিনি।
আইপিএলের কারণে ছুটিতে থাকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন।
মিনহাজুলের বিশ্বাস- সাকিব এবং মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে।
তিনি বলেন, 'সাকিব আমাদের অন্যতম সেরা খেলোয়াড়, সে যখনই দলে এসেছে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারা প্রস্তুতি ম্যাচ খেলছে। তারা যদি আত্মবিশ্বাসী হয় তবে সেটা আমাদের জন্য ভালো হবে।’
এর আগে বাহাতি ওপেনার ইমরুল কায়েসকে প্রাথমিক দলে রাখা হলেও মূল দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২৫ এবং ২৮ মে। প্রত্যেকটি ম্যাচ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ওয়ানডে খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল
প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক),লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন নাইম শেখ, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব এবং শহিদুল ইসলাম।
১৬৫৯ দিন আগে