ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা
‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ এ গৃহবধুর অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুক পেইজে অভিযোগ করে প্রতিকার পেলেন ঢাকার দোহার উপজেলার এক গৃহবধু।
বৃহস্পতিবার গৃহবধুর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর থেকে সাইফুল ইসলাম নামে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: গোসল করতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
বুধবার ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে পুলিশ কনস্টেবল সাইফুলকে একমাত্র আসামি করে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন বলে জানান দোহার থানার ওসি।
গ্রেপ্তার সাইফুল ইসলাম দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে ফরিদপুর জেলার পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিল।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
ভুক্তভোগী গৃহবধু জানান, বিগত তিন বছর আগে স্কুলে পড়াশোনা করা অবস্থায় দোহারের কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তেন। ওই সময় ওই শিক্ষকের ছোট ভাই পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুযোগে মোবাইল থেকে সাইফুল তার বেশকিছু ব্যক্তিগত ছবি ও খোলামেলা অবস্থার ভিডিও নিয়ে নেয়। এরপর ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক করতে বাধ্য করে। সম্পর্কের একপর্যায়ে সে ইমুতে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলার সময় কৌশলে আমার খোলামেলা অবস্থার ভিডিও চিত্র ধারণ করে সেগুলো দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে সাইফুল।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে নার্সের মামলা
ভুক্তভোগী গৃহবধু আরও জানান, পরে আমি আমার এক বান্ধবীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তার মাধ্যমে জানতে পারি সাইফুল এভাবে একাধিক মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। বিষয়টি বুঝতে পেরে আমি কৌশলে তার সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিলে প্রায় এক বছর তার সঙ্গে আমার কোনো ধরণের যোগাযোগ হয়নি। আমার স্বামী আমাকে মানসিকভাবে সহযোগিতার করার কারনে আমি তার মাধ্যমে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ এর কথা জানতে পারি। তার পরামর্শে আমি ওই ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে বিষয়টি জানালে আমার সঙ্গে ফোনে কথা বলেন ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর টিম। তারা প্রথমে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি পরবর্তীতে মামলা করার পরামর্শ দেন এবং দোহার থানা পুলিশকে মামলা গ্রহণের নির্দেশ দেন।
ভুক্তভোগী গৃহবধু বলেন, এরপর বুধবার আমি বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করি। মামলার পর বৃহস্পতিবার ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ।
‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ এর ফেসবুক পেইজে অভিযোগ করে দ্রুত প্রতিকার পেয়ে আত্মবিশ্বাসী ওই গৃহবধু বলেন, কখনো ভাবিনি পুলিশ এত সহজে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অ্যাকশন নিবে। আমি চাই এমন ঘটনায় ভুক্তভোগী অনেক নারী রয়েছেন তারা নির্ধিধায় ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর সহযোগিতা গ্রহণ করবেন।
পুলিশের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
৩ বছর আগে