আব্দুল মজিদ সর্দার
শার্শায় ভাতিজার হাতে চাচা খুন
যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শার্শার সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুল মজিদ সর্দার (৫০) শার্শার অগ্রভুলোট গ্রামের আব্দুল গফুর সর্দারের ছেলে।
হত্যাকারী দেলোয়ার হোসেন একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে রাত সাড়ে ১১টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেনের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা ধারালো বল্লম ছুড়ে মারলে আব্দুল মজিদের পেটে ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই দেলোয়ার পালিয়ে যায়।
পরে শুক্রবার দুপুরে পুলিশ হত্যাকারী দেলোয়ার হোসেনকে পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে আটক করে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে চীনা নাগরিক খুনের ঘটনায় মামলা
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ‘চাচা ভাতিজার ভিটের সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
৩ বছর আগে