চাল বোঝাই ট্রাক
সীতাকুণ্ডে চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৩
জেলার সীতাকুণ্ডে চাল বোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শনিবার (২২ মে) সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন মো. শরীফুল ইসলাম (৪৫), মো. সজিব (৩০) এবং আতিকুর রহমান (২৭)। তিনজনের বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রংপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো ট- ১৬-৫৫ ১২) চট্টগ্রামে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলপুর নামক স্থানে মহাসড়কের উপর উল্টে রাস্তার পাশে স্ক্র্যাপ লোহার উপর গিয়ে পড়ে। এ সময় ট্রাকের উপর থাকা পাঁচ জনসহ ট্রাক চালক ও হেলপার আহত হয়।
তাদের মধ্যে শরিফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে মো. সজিব ও আতিকুর রহমান মারা যায়।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬
বার আউলিয়া হাইওয়ে থানার (উপপরিদর্শক) এসআই আবুল হাসনাত বলেন, চাল বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যায়, এ ঘটনায় আহতদের উদ্ধার করে আমরা চমেক হাসপাতালে প্রেরণ করি। সেখানে আরও দুজন মারা যাওয়ার কথা শুনেছি। নিহতের লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩ বছর আগে