প্রবাসীর স্ত্রী, শিশু হত্যা
বান্দরবানে প্রবাসীর স্ত্রী, ২ শিশু হত্যায় আটক ৬
বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।
লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার রিজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মো. শাহ আলম (৪৫) সম্পর্কে প্রবাসী নূর মোহাম্মদের ভাই, আরেক ভাই মো. খালেদ, বড় বোনের জামাই আব্দুর রশীদ (৪৫), বড় বোন রাহেলা বেগম (৪৫), ছোট ভাইয়ের বাড়ির কেয়ার টেকার মো. রবিউল (২২), ইমাম (তারাবি নামাজ পড়াতেন) ও মো. সাইদুর রহমান-২৩।
আরও পড়ুন: চাঁদপুরে অশ্লীল ছবি ধারণকারী প্রতারক চক্রের ৬ সদস্য আটক
নিহতরা হলেন- প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), ১০ মাসের মেয়ে নূরি ও রাফি (১৩)।
আব্দুল খালেক বলেন, সারাদিন কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিলে নূর মোহাম্মদের রুমে তার স্ত্রী ও ছোট সন্তানের লাশ ও বড় মেয়ে রাফির রুম থেকে তার লাশ দেখতে পান। বিষয়টি তারা লামা থানাকে অবহিত করে। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙে লাশগুলো উদ্ধার করে।
আরও পড়ুন: সোনামসজিদ দিয়ে প্রবেশ করল ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশি
সহকারী পুলিশ সুপার জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
৩ বছর আগে