উড়িষ্যা
উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘দানা’, বাংলাদেশে কমেছে প্রভাব
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানা যায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। শুক্রবারের মধ্যে পুরী ও সাগর দ্বীপের মধ্যবর্তী ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।
আরও পড়ুন: 'দানা'র প্রভাবে প্লাবিত হতে পারে উপকূলীয় জেলা
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়া যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে বৃষ্টিতে জলাবদ্ধতা, অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
১ মাস আগে
ভারত উপকূলে আঘাত আনলো ঘূর্ণিঝড় ইয়াস
ভারতের পূর্বাঞ্চল উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস।
বুধবার সকালে ঘূর্ণিঝড়টি উড়িষ্যায় আছড়ে পড়ে।
উড়িষ্যার আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রাজ্যের বেলাশুর জেলার ধামরার উত্তর দিকে এবং বাহানাগার দক্ষিণ দিকে আছড়ে পড়ে। আঘাতে সময়ে ঘূণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কি.মি.।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ইয়াস: বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে সাতক্ষীরার বিভিন্ন এলাকায়
উড়িষ্যার শীর্ষ ত্রাণ কর্মকর্তা পি.কে. জেনা ইউএনবিকে জানান, ঘূর্ণিঝড় আঘাত হানা শুরু করেছে এবং এটি অতিক্রম হতে আরও ৩ থেকে ৪ ঘণ্টা লাগতে পারে।
তার মতে, ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যের বেলাশুর ও ভদ্রাক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই প্রায় ৫ লাখ ৮০ বাসিন্দাকে অন্যত্র সড়িয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ইয়াসের প্রভাবে ১৬ গ্রাম প্লাবিত
এদিকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।
গত মঙ্গলবার থেকেই রাজ্যের সচিবালয়ে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী। সেখানে কন্ট্রোল রুমের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন তিনি।
এদিকে সতর্কতা স্বরূপ কলকাতা বিমানবন্দর বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
৩ বছর আগে
আন্দামান সাগরে ঘণীভূত হওয়া ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত করতে পারে
উত্তর আন্দামান সাগর ও বঙ্গপোসাগরের পূর্ব-মধ্য দিক দিয়ে বয়ে যাওয়া একটি নিম্নচাপ যেকোনও সময় ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এমনটা ই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের মতে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা উত্তর-পশ্চিম দিকে সড়ে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-খুলনা অঞ্চলের ওপর আগামী বুধবার আঘাত হানতে পারে।
আরও পড়ুন: আম্পানের এক বছরেও ক্ষত কাটিয়ে উঠতে পারেনি কয়রাবাসী
জেলে ও মাছ ধরা ট্রলার সংশ্লিষ্ট সকলকে এই সময়ে গভীর সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে যারা গভীর সাগরে অবস্থান করছে, তাদেরকে আগামীকাল রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ছাগলের সাথে বসবাস আম্পানে বিধ্বস্ত খাদিজার
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিভাগে ঝড় হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা আছে।
সারাদেশ দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৩ বছর আগে