সাংবাদিক গ্রেপ্তার
ঢাবিতে প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়ন ও অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন।
প্রতীকী প্রতিবাদ হিসেবে বিক্ষোভকারীরা কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন।
আরও পড়ুন: প্রলয় গ্যাং: অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাবির ২ শিক্ষার্থী বহিস্কার
আন্দোলনকারীদের পক্ষে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘প্রতিবাদ করতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা জানেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। তাহলে কেন তারা শামসকে গ্রেপ্তার করল? আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে আমরা ‘স্পেডকে স্পেড’ বলতে পারি না। যখন কেউ জনগণের দুর্দশার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলে, তখন সে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তখন অন্য কিছু মিডিয়া এই ধরনের প্রতিবেদনের ভুল প্রমাণের চেষ্টা শুরু করে। কিন্তু তারা বিভিন্ন সেক্টরে অর্থ পাচার, দুর্নীতি ও অব্যবস্থাপনার মতো অপরাধের প্রতিবেদন করে না।’
শামসের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা বলেন, রাজনৈতিক পটভূমি নির্বিশেষে এখন এর বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে। পরে তারা একটি শোভাযাত্রা বের করে টিএসসি এলাকা প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘর পর্যন্ত যায়।
আরও পড়ুন: ঢাবিতে শিক্ষার্থীদের কান-মুখ খোলা রাখতে দেয়া নোটিশের কার্যকারিতা হাইকোর্টে স্থগিত
১ বছর আগে
কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি শেয়ার করার অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ফরিদপুরে নিজ বাড়ি থেকে সাংবাদিক গ্রেপ্তার
গ্রেপ্তার ফরহাদ আসিফ টিপু (৫০) উপজেলার বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ও জাতীয় দৈনিক যায় যায় দিনের কুমারখালী প্রতিনিধি।
আরও পড়ুন: মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সংবাদিক ফরহাদ আসিফ টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যের ফেসবুক আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তার নিজ আইডি থেকে শেয়ার করেন। এ ব্যাপারে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
৩ বছর আগে
মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে গাংনী পৌর শহরের উপকণ্ঠে বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আল আমিন হোসেন ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি। তিনি মেহেরপুর প্রতিদিনের সাবেক যুগ্ম সম্পাদক।
আরও পড়ুন: রাজনৈতিক-ব্যবসায়িক আঁতাত ও ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের বিকাশে অন্তরায়: টিআইবি
মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই সুমন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় ‘গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য এম এ এস ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
উক্ত মামলায় নিম্ন আদালতের রায়ে তারা জামিনে ছিলেন। সম্প্রতি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত পরিবর্তন হয় এবং বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
৩ বছর আগে