খালেদ মাহমুদ
বিসিবি সাকিবের পেছনে ছুটতে পারে না: খালেদ মাহমুদ
বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিব আল হাসান যদি জাতীয় দলের হয়ে খেলতে রাজি না হন, তাহলে বিসিবি তাকে রাজি করাতে গিয়ে বিরক্ত হতে পারে না।
ব্যক্তিগত সফরে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরার আগে সাকিব আবারও টাইগার সমর্থকদের হতাশ করে ঘোষণা করে যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য মানসিক বা শারীরিকভাবে ফিট নন। যদিও চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট এবং ওয়ানডে দলের স্কোয়াডে নাম রয়েছে তার।
বাংলাদেশ দল ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে এবং সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৮ মার্চ।
বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেই জানিয়েছিলেন সাকিব দক্ষিণ আফ্রিকা যাবেন।
কিন্তু রবিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে, সাকিব বিমানবন্দরে সাংবাদিকের কাছে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে অনীহা প্রকাশ করেন।
বুধবার খালেদ মাহমুদ গণমাধ্যমকে বলেন,. ‘আমি যতদূর জানতাম সাকিব দক্ষিণ আফ্রিকা সফর করবে। আমি নিশ্চিত নই কেন তিনি এখন অন্য কথা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট শুধুমাত্র একটি শারীরিক খেলা নয়, এটি একটি মানসিক খেলাও। তাই কেউ যদি দুইভাবেই ফিট না হয়, ক্রিকেট খেলা কঠিন। আর কেউ খেলতে আগ্রহী না হলে তাকে জোর করে খেলানোর সুযোগ নেই।
আরও পড়ুন: সিনিয়র ছাড়া খেলোয়ার নেই ভুল প্রমাণ হয়েছে: সাকিব
একবছর পর ‘হোম অব ক্রিকেটে’ সাকিব
২ বছর আগে
খালেদ মাহমুদ করোনা পজিটিভ
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
২৩ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজে টিম লিডার’ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল বিসিবি পরিচালক মাহমুদের।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘খালেদ মাহমুদের করোনা পজিটিভ এসেছে এবং তিনি জৈব সুরক্ষা বলয়ে যোগ দেন নি।'
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৮.৪১ শতাংশ
এদিকে, রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩ বছর আগে