মধু তৈরির সরঞ্জামা
সুন্দরবন থেকে ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়াল আটক
সুন্দবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ১৫ বস্তা চিনি ও ভেজাল মধু তৈরির সরঞ্জামাদীসহ সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।
শুক্রবার রাতে সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে তাদের আটক করা হয়।
আটক মৌয়ালরা হলেন, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত নুরমান মোড়লের ছেলে সত্তার মোড়ল ৪৫, একই গ্রামের মৃত হাজের আলীর ছেলে কুবাত আলী (৫০), মৃত এলাহী বক্স মালীর ছেলে শাহাদাত (৫০), মৃত সফদুল গাজীর ছেলে সাহেব আলী (৫২), মৃত ফুলচাঁদ গাজীর ছেলে ইয়াসিন গাজী (৪৫),মজিদ গাজী (৫০) এবং পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের মোসলেম সানার ছেলে আবু বক্কর (৫২)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, গত বৃহস্পতিবার সকালে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। এরপরই বনবিভাগের কাছে গোপন খবর আসে কিছু অসাধু মৌয়াল অভিনব কায়দায় চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করছেন। এই সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খালে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ওই সাত মৌয়ালকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৫ বস্তা চিনি, দুটি নৌকা ও ৩৫টি ড্রামসহ ভেজাল মধূ তৈরির সরঞ্জামদি জব্দ করা হয়।
আরও পড়ুন: ঈদে সুন্দরবনে টহল জোরদার, বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
৩ বছর আগে