আইএফআরসি
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইএফআরসি প্রেসিডেন্ট ও ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকা সফররত দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট কেট ফোর্বস ও বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (৫ জুন) মন্ত্রণালয়ে সকালে ও অপরাহ্নে প্রতিনিধিরা সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক দুটি বৈঠকে রোহিঙ্গা সমস্যা এবং সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কার্যক্রম ও নতুন উদ্যোগের ওপর আলোকপাত করেন সফররত প্রতিনিধিরা।
আরও পড়ুন: মোদির এনডিএ জোটকে ঢাকার অভিনন্দন, দিল্লির সঙ্গে সম্পর্ক জোরদারে আশাবাদী
৬ মাস আগে
কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ৫ মিলিয়ন সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার
বাংলাদেশের কোভিড -১৯ প্রস্তুতি এবং মোকাবিলা সমর্থন করার জন্য অস্ট্রেলিয়া রেড ক্রিসেন্টকে অতিরিক্ত পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে বলে ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন।
এই তহবিল সরবরাহ করা হবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্যা রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) মাধ্যমে। এই অর্থ ব্যবহার করা হবে প্রয়োজনীয় সরঞ্জামাদি যেমন অক্সিজেন ও সেই সংক্রান্ত সরঞ্জাম কিনতে ও বিতরণ করতে। এই সহায়তা কমিউনিটিগুলোকে এই মহামারির কারণে হওয়া স্বাস্থ্য এবং সামাজিক প্রভাব মোকাবিলা করতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এই সহায়তা যুক্ত হবে গত বছর অস্ট্রেলিয়ার দেয়া ৫.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সাথে যা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, কোভিড-১৯ সচেতনতা প্রচারণা এবং জরুরি খাদ্য ও আয় সহায়তার জন্য দেয়া হয়েছিল।
এছাড়াও অস্ট্রেলিয়া কোভিড-১৯ ভ্যাকসিনের বৈশ্বিক নিরাপদ ও কার্যকর সরবরাহ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে যার মধ্যে রয়েছে কোভ্যাক্সকে ৮০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অগ্রিম প্রতিশ্রুতি, যার সুবিধা পাবে বাংলাদেশও।
আরও পড়ুন: আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ১ কোটি ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, ‘বাংলাদেশের পুরোনো বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আমাদের এই অঞ্চলটি নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ ও সহিষ্ণু থাকতে পারে। এই মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়া এবং আমাদের অংশীদাররা বাংলাদেশের সাথে রয়েছে।’
৩ বছর আগে