সেনাসদস্য
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভুটভুটির (ইঞ্জিন চালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা দুইজন সিএনজির যাত্রী ছিল।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজি অটোরিকশা মোহনপুর উপজেলার সইপাড়ায় পৌঁছলে একটি মাহেন্দ্রাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রী পলাশের মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুটভুটি চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক সেনাসদস্য হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫) এবং মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) ও আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)।
আরও পড়ুন: রেনু হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
রায়ের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, আসামিদের মধ্যে সুমন পলাতক রয়েছে। বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম (২২) ২০২২ সালের ১৫ জানুয়ারি সাত দিনের ছুটি নিয়ে চাঁদপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। রাত হয়ে যাওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় বন্ধুর বাসায় থাকার সিদ্ধান্ত নেন। সেখানে যাওয়ার পথে মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড়ের সামনে তার গতিরোধ করে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন। ছিনতাইয়ে বাধা দিলে শাহীনকে ছুরিকাঘাত করে তারা। আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
১ মাস আগে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধে ৩ সেনাসদস্য ও ২ বিদ্রোহী নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি অশান্ত প্রদেশে অভিযান পরিচালনাকারী দেশটির সেনাসদস্যদের ওপর বিদ্রোহীরা হামলা চালায়। এতে তিন সৈন্য ও দুই বিদ্রোহী নিহত হয়।
বিষয়টি বৃহস্পতিবার স্থানীয় সরকারি কর্মকর্তারা ও সেনাবাহিনী জানিয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে যে বুধবার বেলুচিস্তানের সুই জেলায় গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে দেশটির প্রাকৃতিক গ্যাসের প্রধান পাইপলাইন অবস্থিত।এই হামলার পেছনে কারা রয়েছে তা স্পষ্ট নয়, তবে পূর্বে এই ধরনের হামলার সঙ্গে জড়িত স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে।
আরও পড়ুন: ভারতের উত্তর প্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদ বন্দুকযুদ্ধে নিহত
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকযুদ্ধের পর পালিয়ে যাওয়া বিদ্রোহীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বেলুচিস্তানের জোব জেলার একটি নিরাপত্তা চৌকিতে পাঁচ জঙ্গি হামলায় ৯ জন সৈন্য নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর সুইতে সহিংসতা শুরু হয়।
বেলুচিস্তানে দুই দশকেরও বেশি সময় ধরে এই ধরনের ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিম্নস্তরের বিদ্রোহের দৃশ্য দেখা যায়। বেলুচ জাতীয়তাবাদীরা প্রথমে প্রাদেশিক সম্পদের একটি অংশ চেয়েছিল, তবে পরে তারা স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু করে।
যদিও পাকিস্তান বলছে যে তারা বিদ্রোহ দমন করেছে, তবে প্রদেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: মেক্সিকোর সীমান্তবর্তী শহরে চলমান বন্দুকযুদ্ধে নিহত ৮
১ বছর আগে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার লিচুতলা এলাকায় একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে শুক্রবার রাতে এক সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়।
নিহত কেরামত হোসেন (৪৫) মাঝিড়ায় অবস্থিত বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাত সাড়ে ৮টার দিকে রংপুরগামী ‘আগমনী পরিবহণ’ পাঁচ যাত্রী বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হয়।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কেরামতকে মৃত ঘোষণা করেন।
কেরামত তার পরিবারের তিন সদস্যকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মাঝিড়া যাওয়ার সময় মর্মান্তিক এই ঘটনার সম্মুখীন হন।
পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপারকে ধরতে পারেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক বিশালের মৃত্যু
২ বছর আগে
সেনাসদস্য লাঞ্ছিত, ৩ আরএনবি সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যের দ্বারা এক সেনাসদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম।
শুক্রবার র্যাব-৭ দাবি করে, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ৮ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য ঢাকাগামী মেল ট্রেনের টিকেট ট্রেনের বগিতে উঠলে অভিযুক্তরা তার কাছ থেকে অতিরিক্ত ৩০০ টাকা দাবি করে। এটি অবৈধ বলে যখন তিনি টাকা দিতে অস্বীকার করেন, তখন অভিযুক্তরা গালাগাল শুরু করে। পরবর্তীতে তারা তাকে মারধর করে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে।
আরও পড়ুন: সেনাসদস্য হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সমাবেশ
পুরো ঘটনাটি আব্বাস উদ্দিন নামের এক সাংবাদিক ভিডিও করেন এবং এই অবৈধ কাজের প্রতিবাদ জানান। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
র্যাব জানায়, অভিযুক্ত তিনজন অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: চাকরি দেয়ার নাম প্রতারণা: চট্টগ্রামে ভুয়া সেনাসদস্য আটক
২ বছর আগে
রূপপুর প্রকল্পের সেনাসদস্যদের হুমকির অভিযোগে ৮ যুবক আটক
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যদের সাথে অসদাচরণ ও হত্যার হুমকি দেয়ায় আট যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষে ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান শনিবার রাতে আটক যুবকদের পুলিশের কাছে তুলে দেন।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গাড়িচালক নিহত, রুশ কর্মকর্তা আহত
আটক যুবকরা হলেন- ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন(২০), দুলাল হোসেনের ছেলে শাওন হাসান (২২), আলাল হোসেনের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মিঠুন হোসেনের ছেলে শান্ত হোসেন (২০), নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (২০), সিরাজ উদ্দিনের ছেল বাপ্পি হোসেন (২১), সিরাজুল ইসলামের ছেলে মুন্না হোসেন (১৯)।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আতিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্প এলাকার কেপিআই জোন ৮নং ওয়াচ টাওয়ারের পাশে পদ্মা নদী তীরবর্তী এলাকায় আটক যুবকেরা প্রবেশ করে। এ সময় নিরপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা তাদের পরিচয় ও ওই এলাকায় প্রবেশের কারণ জানতে চাইলে তারা অসদাচরণ করে।
আরও পড়ুন: রূপপুরের বালিশকাণ্ড: প্রকৌশলী মোস্তফাকে জামিন দেয়নি হাইকোর্ট
এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ না থাকায় তাদের ওই এলাকা ত্যাগ করতে বলায় যুবকেরা সেনাসদস্যদের সাথে ঔদ্ধর্ত্যপূর্ণ আচরণ করতে থাকে এবং ইট ভাটায় নিয়ে হত্যার হুমকি দেয়। পরে সেনাসদস্যরা তাদের আটক করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: অর্থপাচার তদারকিতে থাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তালিকা চায় হাইকোর্ট
পরিদর্শক আতিকুল ইসলাম আরো জানান, আটক যুবকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে