ভটভটি উল্টে
নাটোরে ভটভটি উল্টে কলেজছাত্রসহ নিহত ২
নাটোর সদর উপজেলায় ভটভটি উল্টে কলেজ ছাত্র সহ ২ জন নিহত হয়েছে।
রবিবার সকালে উপজেলার তেলকুপি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার কলেজছাত্র মিজানুর রহমান (২২) ও সদর উপজেলার তেল কুপি শেখপাড়া এলাকার বাচ্চু শেখ (৬৫)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির সংঘর্ষে ৩ শ্রমিক নিহত
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল মতিন জানান, কলেজ ছাত্র মিজানুর রহমান উপজেলার মাধনগর এলাকার নিজেদের পুকুর থেকে মাছ ধরে ভটভটিতে করে মাছ নিয়ে বিক্রির জন্য জেলা সদরের বাজারে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার তেল কুপি শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে বাচ্চু শেখ।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কায় ২ নারী নিহত
এ সময স্থানীয়রা কলেজ ছাত্র, বৃদ্ধসহ আহত তিন জনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মিজান ও বাচ্চুর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তারা মারা যান।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
৩ বছর আগে