পাতার বিড়ি
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার সকালে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬৩ হাজার ৩৬০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক জুয়েল আলী (২৮) একই উপজেলার পারচৌকা পূর্বপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ফেনসিডিল, পাতার বিড়িসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র্যাব।
রবিবার জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার বেলাল উদ্দিনের ছেলে পলাশ (২৪), একই এলাকার মকবুল হোসেনের ছেলে দবির হোসেন (২৫) ও গোমস্তাপুর উপজেলার খোসালপাড়া এলাকার সেলিম রেজার ছেলে সোহেল রানা (২৮)।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার ভোর পৌনে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় একটি আমবাগানের পাশে অভিযান চালায়। এসময় ১ লাখ ৯৫ হাজার পিস (শলাকা) ভারতীয় পাতার বিড়িসহ পলাশ ও দবিরকে আটক করা হয়।
এদিকে র্যাবের অপর একটি দল সকাল সাড়ে ৬টার দিকে একই উপজেলার পূর্ব বাঘিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী অভিযোগে সোহেল নামে একজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সবাই দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে বলে জানিয়েছে র্যাব।
এই দুই ঘটনায় শিবগঞ্জ থানায় আলাদা দু’টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩ বছর আগে