ভারতীয় ফেনসিডিল
চাঁপাইনবাবগঞ্জে ৩৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ৩৫৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজিপুর এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করেছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের গাজিপুর এলাকায় একটি আম বাগানে অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের কাছে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ব্যাগ তল্লাশি করে ৩৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
৩ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ফেনসিডিল, পাতার বিড়িসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র্যাব।
রবিবার জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার বেলাল উদ্দিনের ছেলে পলাশ (২৪), একই এলাকার মকবুল হোসেনের ছেলে দবির হোসেন (২৫) ও গোমস্তাপুর উপজেলার খোসালপাড়া এলাকার সেলিম রেজার ছেলে সোহেল রানা (২৮)।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার ভোর পৌনে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় একটি আমবাগানের পাশে অভিযান চালায়। এসময় ১ লাখ ৯৫ হাজার পিস (শলাকা) ভারতীয় পাতার বিড়িসহ পলাশ ও দবিরকে আটক করা হয়।
এদিকে র্যাবের অপর একটি দল সকাল সাড়ে ৬টার দিকে একই উপজেলার পূর্ব বাঘিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী অভিযোগে সোহেল নামে একজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সবাই দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে বলে জানিয়েছে র্যাব।
এই দুই ঘটনায় শিবগঞ্জ থানায় আলাদা দু’টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩ বছর আগে